শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৫ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজ পোর্টাল খুলে দিতে ৪৮ ঘন্টার অাল্টিমেটাম সাংবাদিক নেতাদের

জাফরুল অালম : সদ্য বন্ধ হওয়া ৫৪টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দিতে ৪৮ ঘন্টার অাল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতারা। তারা বলেন, এ সময়ের মধ্যে এসব নিউজ পোর্টালগুলি খুলে দিতে হবে। তা নাহলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) অায়োজিত বিক্ষোভ সমাবেশে এ অাল্টিমেটাল দেন বিএফইউজের সভাপতি রুহুল অামিন গাজী।

সরকারকে প্রশ্ন করে তিনি বলেন, কী কারণে এসব নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে সেটা স্পষ্ট করুন। কোন সংবাদটি হলুদ কিংবা বৈধ হয়নি সেটাও স্পষ্টও নয়। সরকারের জবাবদিহিতা নেই বলেই এসব বিষয়ে কোন কৈফিয়তও নেই।

গাজী বলেন, এর অাগেও সরকার কয়েকটি মিডিয়া বন্ধ করে সাংবাদিকদের বেকার করেছে। তারা এভাবে কারো কথায় ৫৪টি অনলাইন পোর্টাল বন্ধ করতে পারেন না।

সমাবেশে সাংবাদিক নেতারা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকার কথা দিয়েছিলো নির্বাচনে হামলা মামলা কিংবা গ্রেফতার হবে না। অথচ সরকার সারা বাংলাদেশে নির্বিচারে গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে।

নির্বাচন প্রহসনের দিকে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, দিন দিন নির্বাচন প্রহসনের দিকে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এই প্রহসনের নির্বাচন মেনে নিবে না। অথচ নির্বাচন সেদিকেই যাচ্ছে। অামরা অার কোন প্রহসনের নির্বাচন দেখতে চাই না।

দেশের কোন উন্নয়ন হয়নি দাবি করে বক্তারা বলেন, উন্নয়ন হয়েছেন গুম, লুটপাট ও ক্ষমতার। কিন্তু মানুষের উন্নয়ন হয়নি। তাই যে কোন মূল্যেই হোক বাংলাদেশের মানুষ অার কোন প্রহসনের নির্বাচন হতে দেবে না। দেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব এম অাবদুল্লাহ্, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি শাহিন হাসনাত, ক্রাবের সভাপতি অাবু সালেহ অাকন, ডিইউজের জনকল্যাণ সম্পাদক খন্দকার অালমগীর হোসেন, অাবুল কালাম মানিক, নুরুল অামিন রোকন, মোদাব্বের হোসেন, জসিম মেহেদি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়