শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৯:২২ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিপূর্ণ পরিবেশের দিকেই সবাই এগোচ্ছেন : রাশেদা রওনক খান

ফাহিম বিজয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক রাশেদা রওনক খান নির্বাচনের সার্বিক পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে বলেছেন, একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, আমরা চাই দেশে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক। দেশের মানুষ চায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি হোক। তবে নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সহিংসতা হবে কিনা এটি আসলে নির্ভর করছে যারা মনোনয়ন পাননি বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নির্বাচন করছেন তারা কতোটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবেন তারা উপর। তারা বড় ধরনের কোনো সংঘর্ষ বা গোলযোগ ছাড়া নির্বাচন করতে পারবেন কিনা সামনের দিনগুলোতে সেটিই দেখার বিষয়। আরা যারা মনোনয়ন পেয়েছেন, তারা কতোটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবেন তার উপর। এখন পর্যন্ত মনে হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশের দিকেই সবাই এগোচ্ছেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বছরের নির্বাচনটি আমাদের পুরো জাতির জন্যই গুরুত্বপূর্ণ। সামনে আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আছে। সেক্ষেত্রে কোন সরকার তখন ক্ষমতায় থাকবে এটি একটি বড় ব্যাপার। আর যেহেতু ২০১৪ সালের নির্বাচনটি আমাদের মনঃপুত হয়নি তাই সবাই চাচ্ছে এই নির্বাচনটি যেন সুষ্ঠু হয়। এজন্য ভোটার, প্রার্থী, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় নির্বাচনটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে বলে আমরা আশা করি।

এক প্রশ্নের উত্তরে রাশেদা রওনক খান বলেন, এই নির্বাচনে মনোনয়নের নামে বাণিজ্য হয়েছে। এখনকার রাজনীতি বাণিজ্যিক রাজনীতি হয়ে গেছে। স্বাধীনতা-পূর্ববর্তী সময় থেকে রাজনীতিকে আমরা রাজনৈতিক অর্থে যেভাবে দেখে এসেছি এবং বাঙালি রাজনীতির যে ইতিহাস সেটি থেকে বর্তমান রাজনীতি অনেক দূরে। বর্তমানে রাজনীতি হয়ে গেছে অর্থের রাজনীতি। বেশির ভাগ আসনেই মনোনয়নের ক্ষেত্রে বাণিজ্যিকীকরন করা হয়েছে। রাজনীতি হলো, একটি দেশের সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশসহ সকল ক্ষেত্রের উন্নয়নের একটি মাধ্যম। রাজনীতি আসলে যেভাবে বাণিজ্যিকীকরণ হচ্ছে তাতে রাজনীতির চরিত্রটি বদলে যাচ্ছে। এটি একটি জাতির জন্য সুখকর নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়