শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বিশাল জনগোষ্ঠীর উন্মুখ দৃষ্টি এখন খালেদা জিয়ার দিকে : মোস্তাফা ফিরোজ

মারুফুল আলম : বাংলা ভিশনের বার্তাপ্রধান মোস্তফা ফিরোজ বলেছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপির সঙ্গে দেশের বিশাল একটি জনগোষ্ঠী উন্মুখ হয়ে তাকিয়ে আছে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেদিকে। খালেদা জিয়ার সমর্থকরা কিন্তু আশাবাদী। তাদের আশাবাদি হওয়ার কারণ হিসেবে বলা যায় নির্বাচন কমিশনে দ্বিধাবিভক্তি এবং হাইকোর্টেও দ্বিধাবিভক্তি। সংখ্যায় প্রতিপক্ষ যত জনই হোক না কেন। মঙ্গলবার ডিবিসি নিউজ’র টকশোতে তিন এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া আচরণবিধি লঙ্ঘন করেছেন মর্মে রিটার্নিং অফিসার তার প্রার্থীতা বাতিল করেছেন। কিন্তু তিনি তো জেলে ছিলেন, তিনি লঙ্ঘন কীভাবে করলেন? একজন নির্বাচন কমিশনার প্রথমেই এই পয়েন্টটি দিয়ে ডিক্লেয়ার করে দিয়েছেন। পরে অন্য কমিশনাররা কোর্টের আগের রায় টা ফলো করলেন। বিষয়টি যখন হাইকোর্টে গেলো হাইকোর্টের একজন বিচারপতি বললেন নির্বাচন করতে পারবেন কিন্তু জুনিয়র বিচারপতির রায়ে সেটি সম্ভব না। ফলে আরেকটি বেঞ্চে চলে আসলো। রিটার্নিং অফিসার যে কারণে বাতিল করেছেন সেই কারণটা কতখানি যৌক্তিক সে প্রশ্ন নিয়ে বিচারিক লেভেলে দ্বিধাবিভক্তি। ফলে এটাকে ঘিরে একটি উত্তেজনা চলতে থাকবে।

একজন দলীয় চেয়ারপারসনের ক্ষেত্রে রিটার্নিং অফিসারের আরো বেশি সচেতন হওয়া দরকার ছিলো না? এমন প্রশ্নের জবাবে মোস্তফা ফিরোজ বলেন, নির্বাচন কমিশনের গাউডলাইন ফলো করতে গিয়ে হয়তো তারা শুধুমাত্র একটি পয়েন্ট দেখেছেন, অন্য কোন বিষয়ে নজর দেননি। হাইকোর্টের বা সাংবিধানিক যে দÐ সে বিষয়টি মাথায় রাখেন নি।

মোস্তফা ফিরোজ বলেন, অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান ছিলো। একপক্ষ ছিলো একেবারেই ঘরছাড়া ও মাঠছাড়া। নির্বাচনের কারণে বা রাজনৈতিক সুযোগে তারা যেহেতু এসেছে এই ইনসিডেন্টগুলো স্বাভাবিকভাবে ঘটবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে কোনদিকে ঝুঁকে পড়া থেকে বিরত থাকতে হবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে হলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়