শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে ৩ লাখ ডলার জরিমানা গুণছেন স্টর্মি

আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করে প্রায় ৩ লাখ ডলার জরিমানা গুণতে হচ্ছে পর্ন স্টার স্টর্মি ডেনিয়েলসকে। ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল বলে স্টর্মি দাবি করেন। কিন্তু পরবর্তীতে তা অস্বীকার করে উল্টো মুখ বন্ধ রাখতে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্টর্মি। কিন্তু মঙ্গলবার আদালত তার মামলাটি খারিজ করে দিয়ে ট্রাম্পকে আইনি প্রক্রিয়ার খরচ হিসেবে ২ লাখ ৯৩ হাজার ৫২ ডলার প্রদান করার আদেশ দিয়েছেন। বিবিসি

ট্রাম্পের আইনজীবীর পক্ষ থেকে স্টর্মির বিরুদ্ধে অতিরিক্ত অবরোধ আরোপের আবেদন করা হলে লস এঞ্জেলেসের আদালত তা অস্বীকার করেন। তবে ট্রাম্পের আইনি প্রক্রিয়ার খরচ হিসেবে যে অর্থ দেয়ার আদেশ দেয়া হয়েছে তার মধ্যে ভিত্তিহীন মামলা দায়েরের জন্য ১ হাজার ডলার প্রদানের অর্থ দ-ও আছে বলে জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী চার্লস হার্ডার।

হার্ডার বলেন, স্টর্মির মামলা বাতিলের রায়টি ট্রাম্পের জন্য অনেক বড় জয়। কিন্তু এটি আর আপিলের জন্য গৃহিত হবে না বলে জানিয়েছেন স্টর্মির আইনজীবী মাইকেল অ্যাভেনেটি। তবে তিনি ট্রাম্প ও তার সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের রিুদ্ধে দায়েরকৃত আরেকটি মামলা নিয়ে কাজ করছেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়