Skip to main content

যুক্তফ্রন্টের নির্বাচন সমন্বয় কমিটি গঠিত

মোঃ ইউসুফ আলী বাচ্চু: যুক্তফ্রন্টের নির্বাচন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক শাহ চৌধুরী সদস্য সচিব আল মামুন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরীকে আহ্বায়ক এবং বাংলাদেশ গণসংস্কৃতি দল সভাপতি সরদার শামস্ আল মামুন, সভাপতি বাংলাদেশ গণ গণ সংস্কৃতি দলের (বাগসদ) সভাপতি সরদার শামস আল মামুনকে সদস্য সচিব করে যুক্তফ্রন্টের ১২ সদস্যের নির্বাচন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করা হয়েছে।\\ কমিটির সদস্যরা হলেন:\ ১) গোলাম সারোয়ার মিলন, প্রধান সমন্বয়ক যুক্তফ্রন্ট ও প্রেসিডিয়াম সদস্য বিকল্পধারা বাংলাদেশ।\ ২) ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, প্রেসিডিয়াম সদস্য বিকল্পধারা বাংলাদেশ।\ ৩) মিসেস মাহমুদা চৌধুরী, সহ-সভাপতি প্যানেল সদস্য, বিকল্পধারা বাংলাদেশ।\ ৪) ডা. রফিকুল ইসলাম চৌধুরী, সদস্য বিকল্পধারা বাংলাদেশ\ ৫) মিসেস শিপ্রা রহীম, সহ-সভাপতি প্যানেল সদস্য, বিকল্পধারা বাংলাদেশ।\ ৬) মিসেস আম্বিয়া খাতুন শীলা-সহ-সভাপতি প্যানেল সদস্য, বিকল্পধারা বাংলাদেশ।\ ৭) মিছবাহ জামাল, বিকল্পধারা যুক্তরাজ্য শাখার নেতা।\ আহ্বায়ক সিলেট জেলা বিকল্পধারা।\ ৮) আসাদুজ্জামান বাচ্চু, সভাপতি বিকল্প যুবধারা\ ৯) বি.এম নিজাম, সদস্য বিকল্পধারা\ ১০) ফজলুল হক, বিকল্পধারা যুক্তরাজ্য শাখার নেতা।