শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পকলায় বশীকরণ

ডেস্ক রিপোর্ট : কবিগুরুর রচনা অবলম্বনে সংস্কার নাট্যদল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে ব্যতিক্রমী গল্পের নাটক ‘বশীকরণ’।

গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটির ‘বশীকরণ’-এর নবনাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনামী ইসলাম কনক, আশিকুর রহমান, বাপ্পী সাইফ, নদী বাপ্পী, ইসমাইল হোসেন, পৃথা দে, সেলিম রেজা স্বপন, ফাতেমাতুজ জোহরা ইভা, জুলি ইসলাম, সন্তু বৈরাগী, এন. ডিচঞ্চল, সুজন কির্ত্তনীয়া, মেহেদী হাসান মিশু, মিজানুর রহমান, সাজ্জাদ হাওলাদার, অলিউল্লাহ, বশির আহমেদ, মাসুদ কবির প্রমুখ।

যাত্রিকের ‘অ্যান ইন্সপেক্টর কলস’ : ব্রিটিশ নাট্যকার জে বি প্রিসলি’র জনপ্রিয় নাটক ‘অ্যান ইন্সপেক্টর কলস’। ১৯৪৫ সালে অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের মস্কোতে প্রথমবারের মতো মঞ্চায়িত হয় নাটকটি। এরপর যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানিসহ আরও অনেক দেশে নাটকটি মঞ্চায়িত হয়। ২০১৬ সালে ঢাকার গুলশান ক্লাবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। দুই বছর পর এবার ঢাকার মঞ্চে নাটকটির পাঁচ দিনের প্রদর্শনীর আয়োজন করেছে যাত্রিক প্রোডাকশন। গতকাল সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হয়।নায়লা আজাদ নির্দেশিত এই নাটকটিতে অভিনয় করেছেন বায়েজিদ হক জোয়ার্দার, কাজী তৌফিকুল ইসলাম ইমন, মিতুল মাহমুদ, ইরেশ যাকের, সামিনা লুত্ফা, প্রিয়াম সরকার, ওয়াসি নূর আজম প্রমুখ। কাল পর্যন্ত সন্ধ্যা ৭টায় এবং শুক্র ও শনিবার বিকাল ৩টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর শেষ হবে পাঁচ দিনের এই মঞ্চায়ন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়