শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ ডিসেম্বর টরেন্টোয় সম্মিলিত সাংস্কৃতিক জোট কানাডার বিজয়োৎসব

প্রিয়াংকা আচার্য্য : কানাডার টরন্টোতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টরোন্টোর ১১টি সংগঠন ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট কানাডা’র ব্যানারে ঐ দিন বিকেল ৫টায় শহরের ১৬ ডোম এভিনিউর হিন্দু কালচারাল সোসাইটির মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম সংগঠক রেজা অনিরুদ্ধ জানান, টরেন্টোর সব বাঙালি যেন একসাথে এক মঞ্চে বিজয় দিবস উদযাপন করতে পারে সেজন্য জোট সকলের ঐক্যমতে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

আয়োজনকারীদের দাবি, সংস্কৃতিচর্চাকে বাণিজ্যিক করাল গ্রাসমুক্ত করে শুদ্ধতার চর্চা ফিরিয়ে আনতে পারবেন। তারা আশাবাদী যে, সবাই উপস্থিত থেকে এবং সমর্থন দিয়ে এই শুভ প্রয়াসে এগিয়ে আসবেন।

উল্লেখ্য, বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয়া সংগঠনগুলো অনেকবছর ধরেই সেখানে বাঙালি সংস্কৃতি চর্চা করে আসছে। ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট কানাডা’র ১১টি সংগঠন হলো- ইতিহাস দেশ সমাজ, টরন্টো ফিল্ম ফোরাম, সঞ্চারী, উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা, থিয়েটার ফোকস, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, বাচনিক, থিয়েটার প্লাস, ম্যাক এন্টারটেইনমেন্ট অ্যান্ড পারফর্মিং আর্ট, ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন এলামনি অ্যাসোসিয়েশন অব টরন্টো, বাংলাদেশ থিয়েটার টরন্টো। এছাড়া এ আয়োজনের সহযোগিতায় রয়েছে সুকন্যা নৃত্যাঙ্গন, গীতাঞ্জলী মিউজিক একাডেমী, নৃত্যকলা কেন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়