শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০১:২১ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কষ্টকর : সাখাওয়াত হোসেন

কামরুল হাসান : এবার যে প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে তাতে লেভেল প্লেইং ফিল্ড সকল দল পাবে না। যেহেতু, মন্ত্রী-এমপিরা (প্রটকল ব্যবহার করা) বর্তমান, তারাই আবার নির্বাচনে অংশগ্রহণ করবে সেহেতু অন্যরা তাদের তুলনায় পিছিয়ে পড়বে। এমতাবস্থায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কষ্টকর বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গত সোমবার তিনি ‘আরটিভি চ্যানেলে’ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সাংসদরাই প্রশাসনিক ক্ষমতায়, তারাই আবার নির্বাচনে অংশগ্রহণ করবে আবার প্রটোকল নিয়েই যেহেতু তারা নির্বাচনী প্রচারণা চালাবেন সেহেতু তারা নির্বাচনী মাঠে এগিয়ে থাকবেন। প্রতিপক্ষকে এটা মেনেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কিন্তু এর মধ্যেও প্রতিপক্ষকে তার ন্যূনতম অধিকারটুকু নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মন্ত্রীর সাথে পুলিশ যাবে প্রটোকল দিতে, কিন্তু পুলিশ যদি নির্বাচনী প্রচারণায় অংশ নেয় তবে সেটাই হবে প্লেইং ফিল্ড ভাঙা।

তিনি আরো বলেন, এবারের নির্বাচনে কিছু নতুন মুখ দেখা যাচ্ছে, তবে বিএনপিতে এটা বেশি দেখা যাচ্ছে। আওয়ামী লীগে যেখানে ভারসাম্য রক্ষা করেছে সেখানে বিএনপিতে সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা বা ঋণ খেলাপির কারনে নতুনরা বেশি জায়গা পেয়েছে।

তিনি জানান, নির্বাচন অংশগ্রহণমূলক হবে সেটা এখন পর্যন্ত পরিষ্কার, তবে গ্রহণযোগ্য হবে কি না সেটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হবে এবং এর প্রায় সত্তর ভাগ ব্যয় হবে নিরাপত্তা খাতে। অতএব ভোটারকে ভোট কেন্দ্রে নিরাপত্তা দিয়ে নিয়ে আসা এবং তার প্রদানকৃত ভোটের হেফাজত করা নিরাপত্তা কর্মীদের কাজ। এ ব্যপারে কমিশনকে কঠোর হতে হবে।

অন্যদিকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমকেও তিনি নিরপেক্ষ সংবাদ প্রচারে আগ্রহী দেখেন না। তবে তিনি মনে করেন, হয়তো প্রচারণা শুরু হলে পরিস্থিতি পাল্টাতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়