শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বার্সেলােনা মেসিকে ছাড়াও শক্তিশালী’

স্পোর্টস ডেস্ক : গ্রুপের শেষ ম্যাচে বার্সেলোনা তাদের সেরা তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দিলে টটেনহ্যাম হটস্পারের জন্য দারুণ হবে বলে মনে করেন ইংলিশ ক্লাবটির খেলোয়াড় ইয়ান ভার্টোনেন। তবে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ছাড়াও লা লিগা চ্যাম্পিয়নরা যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন বেলজিয়ান এই ডিফেন্ডার।

কাম্প নউয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে দুই দল। একই সময়ে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে সান সিরোয় পিএসভি আইন্দহোভেনের মুখোমুখি হবে ইন্টার মিলান। ইন্টারের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম। শেষ রাউন্ডে ইতালিয়ান ক্লাবটির সমান পয়েন্ট পেলেই শেষ ষোলোয় পৌঁছাবে মাওরিসিও পচেত্তিনোর দল।

অক্টোবরে ওয়েম্বলিতে প্রথম লেগে ৪-২ গোলে হারে লন্ডনের ক্লাবটি। ২০১৩ সালের মে মাসের পর থেকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা।

এক ম্যাচ হাতে রেখে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বার্সেলোনা। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচটি তাই কাতালান ক্লাবটির জন্য অনেকটাই আনুষ্ঠানিকতার। সোমবার সংবাদ সম্মেলনে দলটির কোচ এরনেস্তো ভালভেরদে এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার আভাস দেন। শেষ পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ড না খেললে নিজেদের জন্য ভালোই হবে বলে জানান ভার্টোনেন।

“মেসি থাকুক আর না থাকুক, তাদেরকে আমাদের হারানো প্রয়োজন। এমনকি খেলোয়াড়দের বিশ্রাম দিলেও তারা অবিশ্বাস্য শক্তিশালী দল দিতে পারে। আমরা জানি, আমাদের সেরা মানে থাকতে হবে।”

“আগে আমরা দেখিয়েছি যে আমরা বিশ্বের সেরা দলগুলোকে হারাতে পারি। গত বছর আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলাম। আর সে সময়ে তারাই ছিল বিশ্বের সেরা দল।”

“আমাদের সম্ভবত চিন্তা করতেই হবে যে ইন্টার মিলান ঘরের মাঠে পিএসভিকে হারাবে। আর আমাদেরও একই কাজ করা দরকার। যদি তারা ড্র করে, আমরা হয়তো সৌভাগ্যবান হবো। কিন্তু সবার আগে আমাদের নিজেদের কাজে মনোযোগ দিতে হবে।”

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। সমান ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে টটেনহ্যামের সংগ্রহ ৭ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়