শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু বুধবার

সমীরণ রায় : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণায় আরও এক ধাপ এগিয়ে থাকতে চায়। দলটি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা ও মনোনয়ন বঞ্চিতদের কথা মাথায় রেখে ‘নৌকার প্রার্থীরা আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে।

জানা গেছে, সারাদেশে মনোনয়নবঞ্চিতদের বিষয়টি বিবেচনা করে ইতোমধ্যে কাজ শুরু করছে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটি। তবে বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট চার নেতার নেতৃত্বে মহাজোটের প্রার্থীদের বিজয় নিশ্চিতে আট বিভাগেই দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করবে। নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এরই অংশ হিসেবে আজ ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে দলটি। এ প্রচারণার মধ্য দিয়ে দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোটের আহ্বা ন জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় নেতাদের আটটি টিম আট বিভাগে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি দলের তৃণমূল পর্যায়ে কোন্দল নিরসনে কাজ করবেন।

এ বিষয়ে নির্বাচন পরিচালনায় দায়িত্ব পাওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট আজ বুধবার থেকে থেকে নেত্রী সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। নেত্রী প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন। এরপর পাশ্ববর্তী এলাকায় যাবেন। এরপর যাবেন সিলেট, সিলেট হযরত (র) শাহজালাল ও শাহ পরাণের মাজার জিয়ারত করবেন। তিনি সবগুলো বিভাগেই সফর করবেন। কারণ এবারের নির্বাচন রাজনৈতিক যুদ্ধ ও অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়