শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৭ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মিথের বিপিএল খেলা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক : আর কয়েকদিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। ইতিমধ্যে দল গোছানোর সব কাজ সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের বিপিএলে অন্যতম আকর্ষণ দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ওয়ার্নারকে সিলেট সিক্সার্সের অধিনায়ক করেছে তার দল। আরেক অস্ট্রেলিয়ান তারকাস্মিথের বিপিএলে খেলার কথা কুমিল্লা ভিক্টোরিয়ানসে। কিন্তু তাকে নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। বিপিএলে স্মিথের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ষষ্ঠ বিপিএলের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি টাকা খরচ করেছ কুমিল্লা। ৬ কোটি ২২ লাখ টাকার মধ্যে ৪ কোটি ২২ লাখ টাকা তারা খরচ করেছে বিদেশি ক্রিকেটার নিতে। যার মধ্যে ছিল শ্রীলঙ্কার আসিলা গুনারতেœও। কিন্তু বিপিএলে পাওয়া যাবে না গুনারতেœকে। তার জায়গায় স্টিভ স্মিথকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা। এতে আপত্তি জানিয়েছিল রংপুর রাইডার্সসহ আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাদের আপত্তিটা হচ্ছে, বাইলজ অনুযায়ী এখন ড্রাফটের বাইরে বিদেশি ক্রিকেটার নিতে পারবে না কুমিল্লা। কুমিল্লাকে নিতে হবে ড্রাফট থেকেই।

বিষয়টি জটিল আকার ধারণ করায় বিপিএল টেকনিক্যাল কমিটি বিষয়টি ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, ‘টেকনিক্যাল কমিটি সমাধান না করতে পারায় বিষয়টি ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। রংপুরের পর প্রায় সব ফ্র্যাঞ্চাইজি আপত্তি জানিয়েছে। বিষয়টি বেশ জটিল। সমাধান না হওয়ায় আমরা বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। বোর্ড ঠিক করবে, কী করা যাবে। পরের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বা সেটি না হলে আনুষ্ঠানিকভাবে হয়তো তাদের জানিয়ে দেওয়া হবে।’

কুমিল্লা অবশ্য এখনই হাল ছেড়ে দিচ্ছে না। স্মিথকে পাওয়ার ব্যাপারে তারা এখনো যথেষ্ট আশাবাদী। তবে এ মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি দলটির ফ্র্যাঞ্চাইজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়