শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৫ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাল্টে যাচ্ছে দেবের চেহারা!

বিনোদন ডেস্ক : মাত্র পাঁচ বছর আগে চিত্রটা ছিল অন্য। ব্যাংককে শুটিং করছেন ‘রংবাজ’ ছবির। কোয়েলের সঙ্গে সমুদ্রতটে। ব্যাকগ্রাউন্ডে বাজছে- ‘ও মধু, ও মধু...’

তখনও তার জীবনে আসেনি ‘চাঁদের পাহাড়’! জানা ছিল না তার, তথাকথিত বাণিজ্যসফল নায়ক হিসেবেই সেফ জোনে থেকে যাবেন কি না। সেই দেব এখন সাংসদ। প্রোডাকশন হাউসের মালিক। ক্রমবর্ধমান দায়িত্বের সঙ্গে সঙ্গে বদলে ফেলছেন তার ভিতরের অভিনেতাকেও।

আর এই মুহূর্তে তিনি ভাবছেন তাঁর নিজস্ব ব্যানারে ‘বিনয়-বাদল-দীনেশ’ ছবির কথা। তিনি নিজে করবেন দীনেশের চরিত্র। যাঁর সঙ্গে তাঁর পরিচয় ইতিহাসের বইয়ে। দেব এখন নিজেই তৈরি করছেন নিজের চ্যালেঞ্জ!

এই কনসেপ্ট নিয়ে তাঁর দ্বারস্থ হয়েছিলেন অনিকেত চট্টোপাধ্যায়। কিন্তু প্রধান বাধা ছিল বাজেট। পিরিয়ড ফিল্মের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রোডিউসার দেবই সেদিন ডেকে পাঠিয়েছিলেন অনিকেতকে। ‘‘অনেক আলোচনার পরে ঠিক করা হল, কমলেশ্বরদা পরিচালনা করবেন এই ছবি। আমি থাকব চিত্রনাট্যকার হিসেবে’’— ফোনে জানালেন অনিকেত।

‘চ্যাম্প’ ছবি দর্শকের কাছে পৌঁছতে না পৌঁছতেই হাত দিয়েছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘ককপিট’ ছবির কাজে। আর এবার, ককপিট শেষ হতে না হতেই ঘোষণা করে দিলেন ‘কবীর’ ছবির কথা। এবার অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায়।

অনিকেতের মতে, কবীর এক দেশপ্রেমী সত্তার নাম। সত্যের সন্ধানে সে কখনও দাঁড়ায় জঙ্গিদের সামনে, কখনও বা এমন মানুষদের পাশে যাঁরা দেশের জন্য জীবন দিয়েছেন। এভাবেই বদলাতে থাকে তার মতাদর্শ। তার দেশপ্রমের ধারণা।

আসলে দেব প্রস্তুতি নিচ্ছেন নিজের ভেতরের মানুষটাকে বদলানোর। নতুন উপলব্ধির দিকে এগিয়ে যাওয়ার। কারণ, সাহস করে তিনিই তো হাত বাড়াতে চাইছেন সেই উন্নতশির, নির্ভীক দীনেশের দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়