শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ১১:১২ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`অহন ভোট দিতে গেলে ডর লাগে’

কিশোরগঞ্জ (ভৈরব) থেকে শিমুল মাহমুদ: ‘আগে ভোট তো দিতাম। নৌকায় দিছি অনেক বার। অহন তো ডর লাগে। যাই না। অনেক দিন হইছে। বড় পোলায় যদি লই যাই যামু। কোয়ালে থাইলে দিমু’। এভাবেই ভাঙা ভাঙা কন্ঠে কথাগুলো বলছিলেন ৭৫ বছর বয়সী আমেনা খাতুন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-৬ আসনের নির্বাচনী এলাকার কমলপুর গ্রামের এই বৃদ্ধা মহিলা প্রতিবেদকে এ কথা বলেন।

একই এলাকার তরুণ ভোটার ওবায়দুল করিম নয়ন বলেন, আমি নতুন ভোটার। ভোট দিতে চাই। যিনি উন্নয়নের কাজ করবো, যিনি ভালো মানুষ, যার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো দেখে শুনে তাকেই ভোট দেবো।

আপনার পছন্দের প্রার্থী কে এমন প্রশ্নের জবাবে নয়ন জানান, একজন ভোটার হয়ে নাম বলতে চাই না। এইটুকু বলে রাখি, ভোট সুষ্ঠু হলে যোগ্যপ্রার্থী জয়লাভ করবে।

উল্লেখ্য, কুলিয়াচর ও ভৈরব উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৬ আসন। এটি জাতীয় সংসদের ১৬৭ সংসদীয় আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকার’ প্রার্থী সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিএনপি ও জাতীয় ঐক্যফন্টের ধানের শীষের একমাত্র প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নুরুল কাদের সোহেল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কা নিয়ে হাজী মোহাম্মদ মূসা খান ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার মার্কায় রুবেল হোসেন।

কিশোরগঞ্জের অন্যতম এই আসনটিতে মোট ভোটার ৩ লাখ, ৩২ হাজার, ৬১৪ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার, ৮০১জন, ১ লাখ ৬৩ হাজার ৮১৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়