শিরোনাম

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ১০:০৭ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিঙ্গাপুর গেলেন এরশাদ

অনলাইন ডেস্ক : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা নিয়ে অসন্তোস ও অসুস্থাতা নিয়ে গুঞ্জনের মধ্যেই তিনি সিঙ্গাপুর গেলেন।

গতকাল সোমবার রাত পৌনে ১১টায় এসকিউ-৪৪৭ বিমানযোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন । রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়া এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালেই (সিএমএইচ) ও বাসায় যাওয়া আসা করছিলেন। এরপর থেকেই জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতারা একেক ধরনের কথা বলেন।

৭ ডিসেম্বর জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘হুসেইন মুহাম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ্য আছেন।’ জাপা মহাসচিব আরও বলেন, বিএনপি নির্বাচনে আছে, তাই একাদশ জাতীয় নির্বাচন খুব শক্ত নির্বাচন হবে। যারা জয়ী হতে পারবে, তাদেরই মহাজোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে। মহাজোট ভুক্ত দলগুলোর জনপ্রিয় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে, সে ক্ষেত্রে কোন দলের প্রার্থী তা বিবেচনা করা হবে না।

নির্বাচনের প্রস্তুতির মধ্যে এইচ এম এরশাদের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়ানোর পরিপ্রেক্ষিতে ২৭ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান অসুস্থ এবং তাকে বিদেশে পাঠানো হতে পারে।ওবায়দুল কাদের বলেন, এরশাদ ‘রাজনৈতিকভাবে অসুস্থ নয়, সত্যিকারভাবেই তিনি অসুস্থ’। তাকে দুই-এক দিনের মধ্যে সিঙ্গাপুর হাসপাতালে নেওয়া হতে পারে।

এদিকে সাবেক এই রাষ্ট্রপতির উপপ্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, মেডিকেল চেকআপের জন্য এইচ এম এরশাদ সিঙ্গাপুর গেছেন। রাত ১০টা ৪৫ মিনিটে এসকিউ ৪৪৭ বিমান যোগে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. মনজুরুল ইসলাম তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন হুসেইন মুহম্মদ এরশাদ। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন এরশাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়