শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৪ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ যে পরিমাণ দুর্নীতি করেছে, মানুষ ভোটের মাঠে তার জবাবের অপেক্ষায় : হাবিব

জুয়েল খান : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তিনি সবচেয়ে বেশি আসনে জিতেছেন, কখনো হারেননি। সেই নেত্রীকে নির্বাচনের বাইরে রেখে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। সোমবার রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে এখনো আমাদের জন্য সমান সুযোগ তৈরি হয়নি। আমাদের নির্বাচনী প্রচারণার জন্য মাইক বের হয়েছিলো, আ.লীগের লোকজন তাদেরকে চলে যেতে বলেছে এটাকি সবার জন্য সমান মাঠ তৈরির নমুনা ?

তিনি আরো বলেন, জনগণ গ্রহণযোগ্য ব্যক্তিকে অবশ্যই ভোট দেবে! কিন্তু কথা হলো নির্বাচনের মাঠে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে কিনা এবং নিজের ভোট নিজে দিতে পারবে কিনা। এটাই এখন এবারের নির্বাচনে বড় সংশয়। এই সরকার গত দশবছরে দেশের বিভিন্নখাতে যে পরিমাণ দুর্নীতি করেছে তার প্রতিফলন ভোটের মাধ্যমে জনগণ প্রকাশ করতে চায় শুধু ভোট দেয়ার সুযোগের অপেক্ষায়।

তিনি জানান, এই সরকার ব্যাংক লুট, শেয়ারবাজার কেলেঙ্কারী, বাংলাদেশ ব্যাংকের ভোল্টের সোনা গায়েবসহ যে পরিমাণ অপরাধ করেছে তার প্রতিফলন মানুষ ভোটের মাধ্যমে দেখাতে চায়। তবে এখনো সেই সুষ্ঠু পরিবেশ আমরা দেখতে পারছি না। পরিস্থিতি যাই হোক বিএনপির ভোটাররা ভোটকেন্দ্রে যাবে। মানুষ যেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারের নির্বাচনে ভোট দিতে পারে সেটাই সাধারণ মানুয়ের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়