শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৪৯ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা চেয়ে সিইসির কাছে শাহ মোয়াজ্জেমের আবেদন

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও তার কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই বিষয়ে সোমবার প্রধান নির্বাচন কমিশনার কমিশন (সিইসি) কেএম নূরুল হুদার কাছে এ সংক্রান্ত বিষয়ে একটি আবেদন জমা দিয়েছেন।

শাহ মোয়াজ্জেম তার আবেদন বলেন, গত শনিবার (৮ডিসেম্বর) আমার এলাকায় এক কর্মীর বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে আরেক অসুস্থ নেতাকে দেখতে যাওয়ার জন্য পাথরঘাটার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে সিরাজদিখানের কুচিয়ামুরা নামক স্থানে পৌঁছালে আনুমানিক বিকেল ৪টার সময় ১৫-২০ জন দুর্বৃত্ত দেশিয় অস্ত্রস-সস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে আমাদের সঙ্গে থাকা পাঁচটি গাড়ি ভাংচুর করে। আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়।

এই অবস্থায় আমার সহকর্মীরা বাধা দিতে গেলে তাদের গুরুতর আহত করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয় লোকজনের সহায়তা আমরা সেদিন প্রাণে বেঁচে যায়। আক্রমণকারীরা নৌকার স্লোগান দিতে দিতে গুলি চালিয়ে পালিয়ে যায়।

আমি ও আমার নির্বাচন এলাকার জনগণ ও কর্মী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যা নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রেও বড় অন্তরায়। তাই আপনাকে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

শাহ মোয়াজ্জেম মুন্সিগঞ্জ-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রয়েছে-জাকের পার্টির আতাউর রহমান, বিকল্পধারা বাংলাদেশের মাহী বদরুদ্দোজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান, জাতীয় পার্টির শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশের কমিউন্সিট পার্টির সমর দত্ত।

এদিকে আমানপুত্রও ফের নিরাপত্তা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের ছেলে ঢাকা-২ আসনের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ ও নিজের নিরাপত্তা চেয়ে আবারো ইসিতে আবেদন করেছে।

তিনি নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের কাছে এ সংক্রান্ত চিঠিতে লেখেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম মন্ত্রী হয়ে প্রটোকল প্রটেকশন সুবিধা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি সরকারি সুবিধা নিয়ে নির্বাচনে নিরপেক্ষতা হারাচ্ছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য আমি ইসিকে বলেছি। আমি নিজের নিরাপত্তাও চেয়েছি ইসির কাছে। আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১০ ডিসেম্বর) থেকেই প্রচারণা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়