শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৪২ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার পুরস্কার আমার প্রাপ্য ছিল : রোনালদো

স্পোর্টস ডেস্ক : বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে রোনালদো ও লিওনেল মেসির এক দশকের আধিপত্যের ইতি টানেন লুকা মদ্রিচ। ২০০৭ সালে কাকা পুরস্কার জেতার পর সমান পাঁচবার করে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন সময়ের সেরা দুই ফুটবলার। এইবার পুরস্কারটি জিতে নেন লুকা মদ্রিচ। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো মনে করেন, এ বছরের ব্যালন ডি’অর তারই প্রাপ্য ছিল। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটির লড়াইয়ে সাবেক ক্লাব সতীর্থ লুকা মদ্রিচের পেছনে থেকে রানারআপ হন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতার পাশাপাশি মদ্রিচের বর্ষসেরা হওয়ায় ভূমিকা আছে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের।

জুলাইয়ে জুভেন্টাসে যোগ দেওয়ার আগে রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল রোনালদোরও। ২০১৮ সালে এ পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলে ৪৮ ম্যাচে ৪৫ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১১ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েন ৩৩ বছর বয়সী রোনালদো।

ইতালিয়ান সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগালের অধিনায়ক দাবি করেন, পুরস্কারটির যোগ্য দাবিদার ছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি মনে করি, প্রতি বছর আমি ব্যালন ডি’অরের দাবিদার। আমি সেজন্য পরিশ্রম করি। তবে আমি না জিতলে সবকিছু শেষ হয়ে যায় না।’

‘সংখ্যা মিথ্যা বলে না। কিন্তু ভাববেন না যে না জিততে পারলে আমি কম সুখী। আমি হতাশ। কিন্তু জীবন চলতে থাকে। আর আমি এখনও কঠোর পরিশ্রম করবো। মদ্রিচকে অভিনন্দন। এটা তার প্রাপ্য। কিন্তু পরের বছর আমরা আবার একে অন্যের মুখোমুখি হবো। আর আমি তখনও সেখানে থাকতে সবকিছু করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়