শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৬:১০ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুষ্ঠিত হলো ভালোবাসার বাংলাদেশ ক্যাম্পেইনের গ্র্যান্ড ফিনালে

ইনকিলাব : বিজয়ের ৪৭ বছর উদযাপন উপলক্ষে সারাদেশের মানুষের চোখে বাংলাদেশ কেমন, তা দেখার আয়োজন ‘ভালোবাসার বাংলাদেশ’। প্রতিযোগিতামূলক এই আয়োজনের মাধ্যমে প্রতিযোগীরা ভিডিওর মাধ্যমে এক মিনিটে তুলে ধরেছেন তার দেখাবাংলাদেশকে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ, বাংলাদেশের তরুণদের চোখে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরা। যা দেখে সাধারণ মানুষের ভেতর দেশপ্রেম জেগে উঠবে। আমাদের চারপাশে এখন অনেক নেগেটিভ জিনিসের চর্চা হয়, বিশেষ করে সামাজিক মাধ্যমে। গুগলে বাংলাদেশ লিখে সার্চ করলে ভালো কিছু পাওয়া যায় না। তাই বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের আগেএকটি ইতিবাচক ধারা তৈরি করার উদ্দেশ্যে এই ক্যা¤েপইনটি শুরু হয়। যাতে তরুণ সমাজ পজেটিভ বাংলাদেশ তুলে ধরার শত শত তৈরি কন্টেন্ট পায় অনলাইনে, ভালো থাকার উদাহরণ পায় এবং আশে পাশের পজেটিভ জিনিসগুলো দেখতে পায়। প্রতিযোগীরা তাদের চোখে দেখা আশে পাশের মানবিক কোন ঘটনা, বীরত্বগাথা, কোনো প্রতিষ্ঠানের অসাধারণ উন্নয়ন কাজ, জীবন বদলে দেয়া কোনো প্রযুক্তির উদ্ভাবন, কল্যাণকামী উদ্যোগ ইত্যাদি সব বিষয়ের ১ মিনিটের ভিডিও এই ক্যাম্পেইনে পাঠিয়েছিলেন।

গত ২৯ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলে ভিডিও সাবমিশন। ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলে সেরা ১০০ ভিডিও এর জন্য দর্শক ভোট গ্রহণ। মোট ৯৪৬৭টি ভিডিও জমা হয়। প্রথম ২০ দিনের প্রতিদিন আপলোড করা ভিডিওগুলো থেকে সেরা নির্মাতা প্রতিদিন পেয়েছেন একটি করে আইফোন, দ্বিতীয় এবং তৃতীয় সেরা নির্মাতা বিশেষ ফটোগ্রাফার জ্যাকেট এবং গিফট হ্যাম্পার। গত ৮ ডিসেম্বর, সন্ধ্যা ৫.৩০মিনিটে লা মেরিডিয়ানের রুফটপ ইনফিনিটি-তে অনুষ্ঠিত হয় এই ক্যাম্পেইনের গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরা ১০০ ভিডিও নির্মাতা, সেখান থেকে জুরিদেও এবং দর্শকের ভোটে পর্যায় ক্রমে সেরা ১০ এবং সেরা ৩ ভিডিও বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সেরা ৩ বিজয়ীর প্রত্যেকে জিতে নেন ১০ লক্ষ টাকা।

আর বাকি ১০ ভিডিওর প্রত্যেক বিজয়ী জিতে নেন একটি করে আকর্ষণীয় ল্যাপটপ।এছাড়াও বাছাইকৃত ৩টি ভিডিও দিয়ে ছবিয়ালের তত্তাবধানে ৩টি ফিল্ম বানানোর ঘোষণাও দেয়া হয়। ফিল্ম ৩টি ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর তারিখে একযোগে প্রচার হবে মাছরাঙা টিভি, এস. এ টিভি, নাগরিক ও একুশে টিভিতে রাত ৮.০০ টায় । এবং লা মেরিডিয়ানে অনুষ্ঠিত এই র্গ্যান্ড ফিনালে প্রোগ্রামটি দেখা যাবে আগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাছরাঙা টিভিতে ।

উল্লেখ্য, অনুষ্ঠানেউপস্থিত ছিলেন বিশেষ অতিথি ইকবাল হবিব, হাতিরঝিল প্রোজেক্টের প্রধান প্রকৌশলী জুবায়ের চিস্তি, নিউমোনিয়ার সজলভ্য চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক শিপ্রা দাস, ১ টাকার আহার প্রোজেক্টের উদ্যোক্তা এবং জাহানারা আলম, প্রাক্তন ক্যপ্টেন, বাংলাদেশ মহিলা ক্রিকেট টিম। আরো ছিলেন ক্যাম্পেইন সংশ্লিষ্ট সকলের সাথে গুগলের একজন প্রতিনিধি যিনি এই ক্যাম্পেইনের সাথে গুগলের সম্পৃক্ততা নিয়ে কথা বলেছেন। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং মিডিয়াকম লিমিটেডের সহায়তায় আয়োজিত এই ক্যাম্পেইনের সহযোগী আয়োজক ছবিয়াল, আমরাই বাংলাদেশ এবং গ্রীনবি কমুনিকেশন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়