শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রৌমারী সীমান্তে নো-ম্যান্সল্যান্ডে বন্য হাতির মৃত্যু

সৌরভ কুমার ঘোষ : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। ভারত থেকে নেমে আসা বুনো হাতির দলের এই মৃত হাতিটিকে নো-ম্যান্সল্যান্ডে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে বিজিবি স্থানীয় প্রশাসনকে খবর দেয় তারা। তবে কি কারনে হাতিটির মৃত্যু হয়েছে বা হাতিটিকে হত্যা করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

এলাকাবাসী ও বিজিবি সুত্র জানায়, সোমবার সকালে মৃত হাতিটিকে বড়াইবাড়ি সীমান্তের নো-ম্যান্সল্যান্ড এর আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৬৭ এর নিকটে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। এসময় অসংখ্য নারী পুরুষ মৃত হাতিটিকে দেখার জন্য ভিড় জমায়। হাতির মৃত্যুর খবর পেয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যরা ভোর বেলা থেকে হাতির কাছে অবস্থান নেয়।

ঘটনাস্থল বড়াইবাড়ি সীমান্তের ওপারে ভারতের কাকড়ীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা জানিয়েছেন, বৈদ্যতিক তারে জড়িয়ে হাতিটিকে হত্যা করা হয়েছে। কিন্তু হাতিটির গায়ে বৈদ্যতিক শকের কোন চিহ্ন পাওয়া যায়নি। ভারতের ৬নং ব্যাটালিয়নের কাকড়ীপাড়া বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর শ্রী সক্তি বলেছেন, হাতিটিকে যে মারা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এসে তদন্ত করার পর ব্যবস্থা নেয়া হবে।

৩৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ বাড়ইবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শফিকুল ইসলাম জানান, যেহেতু মৃত হাতিটি নো-ম্যান্স ল্যান্ডে পড়ে আছে, সে কারণে আমরা কিছু বলতে পারছি না। হাতিটিকে মারা হয়েছে, না অসুস্থ্য হয়ে মারা গেছে সে বিষয়েও আমরা কিছু বলতে পারছি না।

রৌমারী ও রাজীবপুর অঞ্চলের বন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, প্রাথমিক ভাবে যেটা দেখা গেছে তাতে হাতিটিকে মারা হয়েছে বলে সন্দেহ হয়। হাতির পুড়ে যাওয়ার কোন চিহ্ন পাওয়া যায়নি। কারা এ কাজটি করেছে তা এখনও বলা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপঙ্কর রায় জানান, মৃত হাতিটি যে স্থানে পড়ে রয়েছে সেটা নো-ম্যান্সল্যান্ড। হাতিটিকে মারা হয়েছে না অন্য কারনে মরেছে তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য প্রায় সময় রাতের আধারে ভারতের পাহাড় থেকে নেমে আসা বুনো হাতির দল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন ফসলের ক্ষতিসাধন করে আসছিল। ফসলের ক্ষতির পাশাপাশি সীমান্ত এলাকার জনবসতিতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে ভোররাতে ভারতে ফিরে যায় বুনো হাতির দল। মৃত হাতিটি রোববার রাতে ভারতের পাহাড় থেকে নেমে আসা একটি হাতির দলের সদস্য বলে জানান এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়