শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:২৭ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু সৈনিক লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সমীরণ রায়: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসের প্রস্তুতি নিয়ে বর্ধিত সভা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। সোমবার রাজধানীর একটি হোটেলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সংগঠনের নেতারা সিদ্ধান্ত নেন- আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের কবরে ও ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতি সৌধ ও ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

সভায় আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য সংগঠনের নেতারা আলোচনা করেন এবং কর্ম পরিকল্পনা গ্রহণ করেন।

এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ মুক্তিযোদ্ধা তালুকদার সরোয়ার হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহতাসিম বিল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল মতিন, সরদার মোহাম্মদ আনোয়ার হোসেন, সার্জেন (অব.) মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নাইম আহম্মেদ জুলহাস, রেজাউল করিম স্বপন, ডা. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট রানু আক্তার, আমির হোসেন বাবু, নাজমা আক্তার প্রমুখ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নেত্রীর নির্দেশে আমরা সবাই নৌকা প্রতীকের পক্ষে কাজ করব। দেশে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে চ্যালেঞ্জ করে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীকে বিজয়ী করে আনবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়