শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৮:৪৩ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে : মাহফুজ উল্লাহ

মঈন মোশাররফ : সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেছেন, ঐক্যফ্রন্ট কে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে। শেষ সময় যাতে ঐক্যফ্রন্ট ত্যাক্ত বিরক্ত হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। শুরু থেকে এরশাদের বাসনা ছিলো, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে আর ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবে। জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল। বর্তমানে এটি একটি অবাস্তব কল্পনা। রোববার ডিবিসি নিউজের ‘রাজকাহন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি ১৩২ টি আসনে একক ভাবে নির্বাচন করবে আবার ২৯ টি আসনে জোটগত ভাবে নির্বাচন করবে এটি এক নাটকীয় ঘটনা। এ বিষয়টি ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে রাখার একটা কৌশল মাত্র। কিন্তু ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। ঐক্যফ্রন্ট যানে ধানের শীষের ভোট কখনো লাঙ্গলে যাবে না। কারণ জনগণ জানে জাতীয় পার্টি মহাজোটের একটি অংশ। ২৯ টি আসনে জোটগত ভাবে আর ১৩২ টি আসনে একক প্রার্থী দিবেন এর ব্যাখ্যা কিন্তু জনগণকে দিতে হবে। জাতীয় পার্টি মহাজোটের একটি আংশ এখানে ভোট কমলে মহাজোটর অন্য প্রার্থীর ভোট কমবে।

তিনি আরো বলেন , ঐক্যফ্রন্টের নির্বাচন কিন্তু পুলিশ ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি, ঐক্যফ্রন্টের প্রার্থীরা এলাকায় গিয়ে কাজ করতে পারছে না। পুলিশ ধরপাকড় করছে। কিন্তু বিজয় দিবসের পর নির্বাচনের হাওয়া বদলে যাবে। কারণ ১৬ তারিখের পর শেষ দশ দিন ঐক্যফ্রন্টের নেতা কর্মীরা মাঠে থাকবে। ঐক্যফ্রন্ট ভোটের দিন পর্যন্ত মাঠে থাকতে চায়। নির্বাচনকে ঘিরে বহু ক’টকৌশল চলছে। এদিকে লক্ষ্য রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়