শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৯:০১ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রী জেলে থাকায় চাহিদা অনুযায়ী আসন পাইনি : কর্ণেল অলি

সাব্বির আহমেদ : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ বলেছেন, জোট প্রধান খালেদা জিয়া জেলে থাকায় আমরা আমাদের চাহিদা অনুযায়ী আসন পাইনি। প্রথমে আমাদের চাহিদা ছিল ২০টা পরে ১০টা সবশেষ ৭টা। সেটাও আমরা পাইনি।

আসন ভাগাভাগি প্রশ্নে এই প্রতিবেদককে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, চাহিদা অনুযায়ী আসন পাইনি তারপরেও আমার সকলের প্রতি অনুরোধ- যেহেতু আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচন তাই এখানে অংশ নিয়ে জয় সুনিশ্চিত করাটাই মূল উদ্দেশ্য বিজয় আমাদের হবেই।

২০ দলের জামায়াতের পর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে এলডিপি। অলি আহমদের নেতৃত্বাধীন দলটিকে ৫ টি আসনে জোটের মনোনয়ন দেয়া হয়েছে এলডিপি প্রার্থীদের

আসনগুলো হলো-

চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ;

কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ;

লক্ষ্মীপুর-১ আসনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম;

চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলম ও

ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ।

এ বিষয়ে এলডিপির নেতা শাহাদত হোসেন সেলিম বলেন, ‘বিএনপি পাঁচটি আসন দিলেও আমরা আরো দুটি আসনের জন্য দেন-দরবার করেছি, কিন্তু শেষ পর্যন্ত পাইনি।’

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের প্রার্থীরা ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে লড়বেন। শুধু ২০ দলের শরিক এলডিপির চেয়ারম্যান অলি আহমদ নিজ দলের ‘ছাতা’ প্রতীকে ভোট করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়