শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৫ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ। জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের সব দেশে প্রতিবছর ১০ ডিসেম্বরে পালিত হয় দিবসটি। অন্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিনটি পালনে সভা, সেমিনারসহ বিভিন্ন সরকারি-বেসরকারিভাবে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর ১৯৪৮ সাল থেকে উদযাপিত হচ্ছে দিনটি। সর্বজনীন মানবাধিকারসংক্রান্ত ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যেই দিনটি নির্ধারণ করা হয়েছে। সর্বজনীন মানবাধিকার ঘোষণা দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর নবরূপে সৃষ্ট জাতিসংঘের বড় অর্জন।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রোববার দেওয়া এক বাণীতে তিনি নারী, শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব নাগরিকের মানবাধিকার রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বাণীতে বলেন, প্রতিবছর পালিত হওয়া ‘বিশ্ব মানবাধিকার দিবস’ বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। সরকার মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে। একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে এ কমিশন মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। এ বছর বাংলাদেশ তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে, যা মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। সম্পাদনা: দেবদুলাল মুন্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়