শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হদিস নেই ৬ হাজার হজযাত্রীর

আমাদের সময় : চলতি বছর হজ পালন করতে যাওয়া প্রায় ৬ হাজার হজযাত্রীর হদিস মেলেনি। এসব যাত্রী দেশে ফিরেছেন নাকি সৌদি আরবেই অবস্থান করছেন, তার কোনো তথ্য নেই হজ অফিসে। গত ১০ অক্টোবরের মধ্যে রাজধানীর আশকোনো হজ অফিসে দেশে ফেরা হাজিদের তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এ নির্দেশনার পরও হজ এজেন্সিগুলো তাদের হজযাত্রীদের তথ্য জমা দেয়নি।

হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন বাংলাদেশি সৌদি আরব গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৬ হাজার ২৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ২০ হাজার জন গেছেন দেশ থেকে। গত ২০ আগস্ট হজ শেষে ফিরতি ফ্লাইট ২৬ আগস্ট থেকে শুরু হয়ে চলে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজ কন্ট্রোল অফিস থেকে হজ অফিসে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৮টি ফ্লাইটে ৬১ হাজার ৫১ এবং সাউদিয়া এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটে ৬০ হাজার ১৪০ জন দেশে ফিরেছেন। ওইদিন পর্যন্ত ৩৪৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১ লাখ ২১ হাজার ১৯১ হাজি। এ ছাড়া হজ করতে গিয়ে ১৪০ বাংলাদেশি মারা গেছেন। সেই হিসাবে হজ পালন শেষে ৫ হাজার ৯৬৭ হাজি দেশে ফেরেননি।

এ বিষয়ে হজ অফিসের আইটি শাখার এক কর্মকর্তা বলেছেন, প্রতিবছরই হজশেষে জরুরি প্রয়োজনে কিছুসংখ্যক হাজি বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্স না পেয়ে (ফের টিকিট কিনে) থার্ড ক্যারিয়ারে দেশে ফিরে আসেন। এই সংখ্যা ১ হাজার থেকে সর্বোচ্চ ৩ হাজার হতে পারে। এসবের কোনো পরিসংখ্যান ইমিগ্রেশন থেকে না দেওয়ায় সঠিক তথ্য বলা মুশকিল।

হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের অনেক হাজি সৌদি আরব থেকে ইউরোপসহ বিভিন্ন দেশে চলে যান। তাদের তথ্য আমাদের ইমিগ্রেশনে থাকে না। তবে তথ্য সংগ্রহ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়