শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ০২:০৯ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফসেঞ্চুরি হাঁকালেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক: সৌম্য সরকারের সঙ্গে ক্রিজে ৪০ রানে অপারজিত রয়েছে মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। এদিকে বাংলাদেশের জিততে প্রয়োজন ৩৯ রান। উইকেট রয়েছে ৫। সবশেষ রিপোর্টে বাংলাদেশে সংগ্রহ ১৫৭ রান।

সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে বিদায় নেন তামিম ইকবাল। রোস্ট চেজের বলে দেবেন্দ বিশু হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যান বাংলাদেশি এই ওপেনার।

অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজে ভালো করায় দলে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। কিন্তু ক্রিজে এসে তিনিও স্থায়ী হতে পারলেন না। থমাসের বলে সরাসরি বোল্ড হয়ে সাঁজঘরে ফিরে যান। এদিকে ক্রেমার রোচের বলে হেটমেয়ারকে ক্যাচ দেন ওপেনার লিটন দাস। কিন্তু নো-বলের কারণে তিনি নতুন জীবন পান।

এর আগে, বাংলাদেশকে ১৯৬ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ব্যাটসম্যান শাইন হোপ ও সামুয়্যেলস ও রোস্টন চেজের ব্যাটিং দৃঢ়তায় এই রান করেন রোভম্যান পাওয়েল বাহিনী। তবে দলীয় ২৯ রানে ওপেনার কাইরান পাওয়েল ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ক্যারিবীয়রা।

সে ধারাবাহিকতায় একে একে ছয় উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে উইন্ডিজ। তবে, মারলন সামুয়্যেলস ও রোস্টন চেজের ব্যাটিং দৃঢ়তায় কিছুটা সামাল দেন ক্যারিবীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়