Skip to main content

দুবাইতে নতুন ফুডপার্ক, খরচ হয়েছে সাড়ে ৫’শ কোটি দিরহাম

রাশিদ রিয়াজ : দুবাইতে বিস্ময়কর ঘটনার শেষ নেই যেন! শহরটিতে নতুন এ ফুডপার্ক উদ্বোধন করবেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতোম। এটি অনেকটি বাণিজ্য মিলন মেলার প্লাটফর্ম হিসেবেও কাজে লাগবে। ৪৮ মিলিয়ন বর্গফুট এলাকা জুড়ে ফুডপার্কটিতে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। পুরো ফুডপার্ক এলাকার ১১ মিলিয়ন বর্গফুট জুড়ে থাকছে খাদ্যের নানা সম্ভার। থাকছে রিএক্সপোর্ট জোন। এখান থেকে সরাসরি বিমান, জল ও স্থলপথে খাদ্য রফতানির সুযোগ। আরব বিজনেস