Skip to main content

সড়ক দুর্ঘটনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ১০ লাখ, ২৪ সেকেন্ডে ঘটছে ১টি

রাশিদ রিয়াজ : বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’ বলছে ২০১৬ সালে বিশ্বে বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১০ লাখ ৩৫ হাজার মানুষ। গড়ে বছরে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে ১০ লাখ মানুষ। আর তিন বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরিমান দাঁড়িয়েছে ১ লাখ। ৫ বছরের শিশু থেকে ২৯ বছর বয়স্করা রয়েছে এ ধরনের মৃত্যুর মিছিলে। হু’র প্রধান টেডরস আধানম ঘিব্রেইসাস বলেছেন এধরনের মৃত্যু জীবনের গতিশীলতার বিরুদ্ধে কিছুতেই গ্রহণযোগ্য নয়। স্পুটনিক টেডরস আরো বলেন, দুর্ঘটনা রোধে উদ্যোগের অভাবকে মেনে নেয়া যায় না। এ সমস্যার অবশ্যই সমাধান রয়েছে। অতিরিক্ত বেগে গাড়ি চালনা, সিটবেল্ট না বাধা, ড্রাইভিং নিয়ম না মানা এবং মদ খেয়ে গাড়ি চালনাই দুঘটনার প্রধান কারণ। তবে বিশ্ব জনসংখ্যার তুলনায় গাড়ির সংখ্যা সীমিত রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এও বলা হয়েছে মধ্যম ও উচ্চ আয়ের দেশে সড়ক নিরাপত্তা প্রচেষ্টাও বেশ হ্রাস পেয়েছে।