শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:২১ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত্রু ও মিত্র চিহ্নিত করে তরুণদের ভোট দিতে হবে : অধ্যাপক শামীম রেজা

মঈন মোশাররফ : ঢাবি অধ্যাপক শামীম রেজা বলেছেন, শত্রু ও মিত্র চিহ্নিত করে তরুণদের ভোট দিতে হবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের হাতে আগামীর ভবিষ্যত। তাই তোমাদের অতি ‘সতর্ক’ থাকতে হবে। ভোট দেবার আগে চিহ্নিত করতে হবে কে তোমদের শত্রু কে তোমাদের মিত্র । কারণ দেশেরে ভিতরে ও বাহিরে আনেক শত্রু থাকে। তারা দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। শনিবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত গোলটেবিল বৈঠকে তরুনদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের আনেক শত্রু থাকে। দেশে রাজনৈতিক ধারাবাহিকতা প্রয়োজন। সহযোগিতা কিন্তু পারস্পারিক। যারা মৌলিক জায়গা গুলোতে কাজ করবে তাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে সহযোগিতা কিভাবে হবে ? যারা আমাদের উন্নয়নে কাজ করবে, উদ্যোক্তা তৈরি করবে, চিকিৎসা ক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে। এছারাও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন মূলক কাজ করবে তাদেরকে ভোট দিলে তাদের এবং নিজের সহযোগিতা করা হবে। ভোট দিতে হবে উন্নয়নের পক্ষে ।

তিনি আরো বলেন, রাজনীতির একটা সৃজনশীলতা আছে। সবকিছু একটা সীমায় পৌছায়। আমরা একটা সময় ভাবতে ভাবতে আর পারি না। তখন তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা এবার দেখেছি আনেক তরুণ নমিনেশন পেপার নিয়েছে । তবে নমিনেশন নিয়ে নয় শুধু আনেক ভাবেই রাজনীতিতে অংশ গ্রহন করা যায়। যেমন ভালো মানুষকে ভোট দিয়ে অংশ গ্রহন করা যায় । আমাদের ভোটাদের বিশাল একটি অংশ তরুণ। আর এই তরুণদের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়