শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই স্লোগানকে ধারন করে লক্ষ্মীপুরে আর্ন্তজাতিক দুনীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও দুদক নোয়াখালী অঞ্চলের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান, সদর উপজেল নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলি, সনাক লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, শান্তি ও সুশাসন নিশ্চিতে সকলকে দুনীতির বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারি, জন-প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়