শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার ৪৭ বছরেও মোছেনি লিয়াকত আলির নাম

সাজিয়া আক্তার : স্বাধীনতার ৪৭ বছর পার হতে চললো। কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানের নামে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলায়। প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা বলেছেন এই নাম নিয়ে তাদের লজ্জায় পড়তে হয়। সূত্র : এটিএন নিউজ

১৯৫১ সালের ১৬ অক্টোবর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি আততায়ীর গুলিতে নিহত হন। তারই স্মৃতিতে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে এই বছরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে স্কুলটিতে কলেজ শাখা চালু হলেও লিয়াকত আলি নামটি পরিবর্তিত হয়নি এখনো। এনিয়ে ক্ষোভ রয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সকল মহলের।

দীর্ঘদিনেও নাম পরিবর্তন না হয়ার কারণ হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন, স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির সাথে যারা জড়িত ছিলো তারাও ছিলো পাকিস্তানপন্থি।

লিয়াকত আলি খান বিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করে স্বাধীন বাংলাদেশে কেনো পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম থাকবে? তখন আমাদের মাথা নিচু হয়ে যায়। আমরা তার উত্তর দিতে পারি না। স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম থাকা এটা বাঙালী হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।

স্থানীয় প্রশাসন ও পরিচালনা কমিটি বলছে, নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এতে কিছুটা সময় লাগবে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট বরাবর আমরা চিঠি পাঠিয়েছি স্কুলের নাম পরিবর্তনের জন্য। তার পাশাপাশি আমরা ফোনেও কথা বলেছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটার একটা ফলাফল পাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়