শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১১:০৪ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন নিয়ে রিয়াজের ভাবনা

মহিব আল হাসান : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবেন। দেশ বিগত বছরের চেয়ে ভালো অবস্থানে আছে। দেশের সাধারণ জনগণের নির্বাচনের মাধ্যমে আরও যত্নবান এবং নীতিবান নেতা তৈরি করবেন দেশের প্রতিটি জেলা-থানায়। কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।

তিনি বলেন, দেশের স্বার্থে সরকার সবসময় কাজ করে থাকেন। বিগত সময়গুলোতে সরকার যেভাবে দেশের উন্নয়ন ভূমিকা পালন করেছেন। তেমনি করে উন্নয়ন প্রসারিত হবে এ দেশে। আমাদের দেশে বর্তমানে শিক্ষা, চিকিৎসা এবং সড়ক খাত বেশ উন্নত অবস্থানে রয়েছে।

রিয়াজ আরও বলেন, ‘আগামীতে যে দলই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করুক না কেন, তারা যেন আমাদের চলচ্চিত্র জগতের দিকেও একটু বেশি গুরুত্ব দেন সেটাই অনুরোধ করব। আমাদের দেশের চলচ্চিত্র একেবারই নিভু নিভু অবস্থায় আছে। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। চলচ্চিত্রে যারা কাজ করেন তাদের বিষয়ে সরকারের ভাবতে হবে। শিল্পীদের যেন ‘দুস্থ’ তকমা নিয়ে শেষ জীবনে বাঁচতে না হয় সেজন্য কিছু করা উচিত।’

জাতীয় ক্রিকেট দলের কথা বলে তিনি বলেন, ‘যেভাবে সরকার ক্রিকেটে সহযোগিতা করেছে, সেভাবে আমাদের চলচ্চিত্রের প্রতি যদি সরকার পৃষ্ঠপোষকতা বাড়ায় তাহলে চলচ্চিত্রই বিশ্ববাজারে বাংলাদেশকে উঁচুমাত্রায় নিয়ে যাবে। আমাদের চলচ্চিত্রের যে অবস্থা তা পরিবর্তন হয়ে যাবে।

চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে ১৯৯৫ সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বাংলার নায়ক’। পরের বছর খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের ‘অজান্তে’ ও মোহাম্মদ হোসেনের ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করেন। ‘প্রিয়জন’ই একমাত্র চলচ্চিত্র যাতে রিয়াজ অকাল প্রয়াত সালমান শাহের সঙ্গে অভিনয় করেছেন। শাবনূর ও পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন রিয়াজ।

শাবনূরের সঙ্গে অভিনয় করা উল্লেখযোগ্য সিনেমা হলো ‘মন মানে না’, ‘ভালোবাসি তোমাকে’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’। তারা ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রিয়াজ-শাবনূর জুটির সর্বশেষ চলচ্চিত্র ‘শিরি ফরহাদ’ মুক্তি পায় ২০১৩ সালের ২২ মার্চ।

অন্যদিকে ১৯৯৭ সালে মুক্তি পায় রিয়াজ-পূর্ণিমা জুটি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এ জীবন তোমার আমার’। এ জুটির অন্যান্য সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘শাস্তি’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’। তারা ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় তাদের সর্বশেষ সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়