শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১০:০৭ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন কিছুটা হলেও দ্বৈতনীতি অবলম্বন করেছে : শাহনেওয়াজ

কামরুল হাসান : নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথেই নির্বাচনকালীন আচরণবিধি কার্যকর হয়ে যায়। এবং তখন থেকেই আচরণবিধি কমিশনকে খেয়াল করতে হয়। সব সময়ই খেয়াল রাখতে হয় কোথাও কেউ আচরণবিধি ভাঙছে কিনা। কিন্তু দেখা গেলো মনোনয়নপত্র জমাদানের ঘটনায় আওয়ামী লীগের সংঘর্ষে দুজন মারা গেলো তখন কমিশন কোন ব্যবস্থা নিলো না অন্যদিকে বিএনপির ঘটনায় কমিশন পুলিশি ব্যবস্থা নিল, যেটা আপাতদৃষ্টিতে দ্বৈত নীতিরই শামিল। তবে প্রথমে কিছু ভুল হলেও কমিশন এখন সেটা কাটিয়ে উঠেছে বলে মনে করেন সাবেক নির্বাচন কামশনার মো: শাহনেওয়াজ। শনিবার আরটিভি চ্যানেলের এক টকশোতে তিনি এ কথা বলেন।

৩০৭ জন আমলার গণভবনে যাওয়া নিয়ে তিনি বলেন, গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে যদি আওয়ামী লীগকে জিতিয়ে দেয়ার কথা বলে বা নির্বাচন নিয়ে কারো পক্ষ নিয়ে কোনো কথা বলে তবে সেটা অবশ্যই আচরণবিধি ভঙের সামিল, যেহেতু গণভবন সরকারি স্থাপনা। তবে গণভবনে যে কেউ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে।

প্রশাসনের আচরণ নিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সকলের নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কারো পক্ষ নেয়া যাবে না। এবং কমিশনকে খুব শক্ত অবস্থানে থাকতে হবে, একটু হাল ছাড়লেই সমস্যায় পারবে কমিশন।

নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি সম্পর্কে তিনি বলেন, একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারবেন এবং সে হিসাব কমিশনে জমা হবে কিন্তু প্রার্থীরা সে আইনের তোয়ক্কা করে না এবং কমিশনও তার জনবল সংকটের জন্য কালোটাকা নিয়ন্ত্রন করতে পারে না। তবে যতোটুকু সম্ভব কমিশনকে কালো টাকার বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

একটি নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে হলে রাজনৈতিক দলগুলোকেও আন্তরিক হতে হবে, তাদের বিদ্রোহী প্রর্থীদের নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করলেই একটা নির্বাচন সুন্দর হবে বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়