শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০০তম ওয়ানডের দিন ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে মাশরাফির আবেগঘন বক্তব্য

আক্তারুজ্জামান : আজ থেকে প্রায় দেড়যুগ আগের কথা। সেই ২০০১ সালে শুরু করেছিলেন পথচলা। পেস বোলারদের মূল যে সমস্যা, সেটার শিকার হতে হয়েছে বারংবার। ইনজুরি বারবার হানা না দিলে অনেক আগেই খেলে ফেলতেন ২০০ ওয়ানডে। হয়ত ছাড়িয়ে যেতেন আরও অনেক কিছু।

অবশেষে মাশরাফি মর্তুজা আজ যখন প্রথম বাংলাদেশি ২০০তম ওয়ানডেতে নামছেন, তখন বাতাসে তার বিদায়ের গুঞ্জনও। আগামী বিশ্বকাপের পর খেলা ছেড়ে দিলে ঘরের মাঠে এটাই যে তার শেষ সিরিজ। এমন সব উপলক্ষের মাঝে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্ত-দর্শকদের শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েছেন অধিনায়ক।

ম্যাচের আগের দিন বলেছিলেন মাইলফলক তাকে স্পর্শ করে না। খেলে যান দেশের হয়ে খেলার তাড়নায়। তবে নিজের অনন্য মাইলফলকে পৌঁছার দিন দীর্ঘ এই পথচলায় সমর্থকদের ভালোবাসা জানাতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে চলার সময়ই তার স্বীকৃত ফেসবুক পাতায় ভেসে উঠে অবেগঘন কিছু কথা। আমাদের সময়ডটকম পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। ‘প্রায় দেড় যুগ হয়ে গেল। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম, তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্তু মাঝ পথে ইনজুরি বাঁধা হয়ে দাঁড়িয়েছে বারবার।

ইনজুরিতে পড়ে যখন মাঠ ছেড়ে বেরিয়ে আসতাম, তখনি মনে হতো আর মনে হয় ফিরতে পারবো না। কিন্তু আমি প্রতিবারই ফিরেছি, এটা সম্ভব হয়েছে আপনাদের ভালবাসার জন্য। তাই আপনাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা।

যেকোনো প্রাপ্যই অনেক আনন্দের। আজ আমি ওয়ানডে ক্রিকেটে ২০০ তম ম্যাচ খেলতে মাঠে নামছি। এই মাইলফলক স্পর্শ করতে পেরেছি আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে পারি দিতে চাই বাকীটা পথও। দোয়া করবেন সবাই।’

ওয়ানডে ক্যারিয়ারের দুশো ম্যাচের মধ্যে এই নিয়ে ১৯৮টি ম্যাচ মাশরাফি খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। বাকি দুই ম্যাচ খেলেছিলেন এশিয়া একাদশের হয়ে। এই সিরিজে দেশের হয়েও দুশোটি ম্যাচ খেলতে যাচ্ছেন মাশরাফি। আগামী ১১ ও ১৪ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামলেই দেশের জার্সি গায়েও ২০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন দেশ সেরা এ পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়