শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না : হানিফ

জুয়েল খান : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আ.লীগের মনোনয়ন যথেষ্ট বিচার বিশ্লেষণ করে দেয়া হয়েছে। দলের কেউ বিদ্রোহ করবে না। দুই একজন যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছে তারা মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে। শনিবার রাতে একাত্তর টেলিভিশনের এক আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের দলের প্রধান শেখ হাসিনা মনোনয়ন বঞ্চিতদের সকলের উদ্দেশ্যে চিঠি দিয়েছে যা আমাদের রাজনীতিতে বিরল ঘটনা। আমাদের নেত্রীর উদ্দেশ্য হচ্ছে মনোনয়ন বঞ্চিতদের অনেকেই তার দেখা করেছে এবং তিনি তাদের সান্তনা দিয়েছেন। কিন্তু যারা প্রধানমন্ত্রীর কাছে আসার সুযোগ পায়নি তিনি তাদরকে দলের ত্যাগের প্রতি সমবেদনা জানাতেই মূলত এই চিঠি লিখেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় দল তাই এই দলের মনোনয়ন প্রত্যাশী সংখ্যা অনেক বেশি হবে এমনটাই স্বাভাবিক।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় দুজন মনোনয়ন নিয়েছেন তারা তাদের মতো করে নির্বাচনী প্রচার-প্রচারণা করে বেড়াচ্ছেন এবং এতে কোনো ধরনের বাধা বিপত্তি নেই, কিন্তু বিএনপি শুধু ঢালাওভাবে সরকারের বিপক্ষে গায়েবি মামলার কথা বলে আসছে। নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দেয়ার কাথা বলে আসছে। তবে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে কোনাভাবেই কাউকে হয়রানি করা হবে না। এই বিষয়ে বিএনপির নিশ্চিন্তে থাকা উচিত। তবে কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়