শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিবিরোধী দিবসে শপথ নিলেন ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী

শাকিল আহমেদ: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে 'সততাই সর্বোত্তম নীতি' এই মূলমন্ত্রে বিশ্বাসী হয়ে শপথ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। রোববার রাজধানীর গুলশান নগরভবনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক শোভাযাত্রা শেষে শপথ নেন তারা।

শপথ বাক্য পাঠ করান ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। ভারপ্রাপ্ত মেয়রের কন্ঠে কন্ঠ মিলিয়ে সবাই শপথ নেই। শপথ পাঠ করানোর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবাই একসঙ্গে শপথ বক্যে বলে উঠেন, সশ্রদ্ধচিত্তে শপথ করছি যে, সততাই সর্বোত্তম নীতি' এই মূল মন্ত্রে বিশ্বাসী হয়ে স্বাধীনতার চেতনা ধারণাপূর্বক একজন সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ন,সমাজ-সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ব্রতি হব। আমি আরো অঙ্গিকার করছি যে, দেশ মানুষ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ, দরিদ্র বিমোচন, কর্মসংস্থানের বিকাশ জনগণের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রধান প্রতিবন্ধক দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতন্স গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবো। আমি নিজে কোন অন্যায় ও দুর্নীতি করবো না, এবং কোন অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। প্রতি বছরের মতো এবারও পালন হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দুদক ২০০৭ সালে দিবসটি পালন শুরু করে আর ২০০৮ সাল থেকে দিবসটি পালন হচ্ছে বাংলাদেশে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, আবরাউল হাছান মজুমদার,প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন সহ ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়