শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৬ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতির এ-বেলা, ও-বেলা

বিভুরঞ্জন সরকার: নির্বাচনী রাজনীতির নাটক জমে উঠেছে। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। হাতে সময় মাত্র কয়েক ঘন্টা। কিন্তু আওয়ামী লীগের জাতীয় পার্টি জটিলতা কাটেনি। দলের ‘বিদ্রোহী' প্রার্থীরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ চিঠি পেয়ে অবদমিত হবে কি না, তা নিশ্চিত নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন রোগ-শোকে কাতর। তিনি এই সুস্থ, দলীয় কার্যালয়ে এসে হাজিরা দিচ্ছেন, নিজের অসহায়ত্তের কথা বলছেন, পরমুহূর্তে সিএমএইচে গিয়ে শয্যা নিচ্ছেন। এ-বেলায় এক কথা তো ও-বেলায় অন্য কথা। এটা অবশ্য তার পুরোনো বদঅভ্যাস।

নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে চরম বিপাকে আছেন সাবেক এই সেনাশাসক। তার দলের মধ্যে চলছে রঙ বদলের খেলা। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে একদিন আগে দলের মহাসচিব পদ হারান যে রুহুল আমিন হাওলাদার, একদিন পর তাকেই আবার এরশাদ সাহেব বিশেষ পদমর্যাদা দেন। এখন জাপাতে এরশাদের পরেই রু আ হাওলাদারের ঠাঁই। আর যাকে নতুন মহাসচিবের দায়িত্ব দেয়া হলো, সেই মসিউর রহমান রাঙার কি হলো তবে? তিনি কি পদ পেয়ে মর্যাদা হারালেন? এ কি সেই মরমি গানের কলির মতো : সকাল বেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা।

এরশাদ সাহেবে পারেনও। তিনি কি মহাজোটের গিট্টু ছিড়বেন? আওয়ামী লীগ কি তাকে খুশি করতে পারবে? নাকি আরেকটি ভাঙনের মুখে জাপা?

ওদিক আগুন লেগেছে বিএনপির ঘরেও। মনোনয়নবঞ্চিত কয়েক জন প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করছে দুদিন ধরে। দকের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে তালা-তালা খোলা-তালার লড়াই। পুরানা পল্টন, গুলশান দুই জায়গায়তেই বিক্ষোভ-ভাঙচুর হচ্ছে। দেশের আরো কয়েক স্থানে মনোনয়ন পাওয়া এবং মনোনয়নবঞ্চিতরা মুখোমুখি অবস্থানে। পুলিশ বা সরকারি দল নয়, নিজেরাই পিটাপিটার প্রস্তুতি নিচ্ছে। ঘি-তে আগুন দিতে চাচ্ছে জামায়াতে ইসলামী।

জামায়াতের সঙ্গে আকস্মিকভাবে বিএনপির সংকট গভীর হয়েছে। জামায়াতের এবার দলের নামে নির্বাচন করার সুযোগ নেই। তারা ধানের শীষে বিলীন হতে চেয়েছিলো। কিন্তু প্রত্যাশা মতো আসন না পাওয়ায় জামায়াত গতরাতে তাদের ২২ আসনের জন্য দেয়া চিঠি বিএনপিকে ফিরিয়ে দিয়েছে। বিএনপি শেষ মুহূর্তে এসে চরম অস্বস্তিতে পড়েছে। জামায়াত যদি তাদের সঙ্গে না থাকে তবে তাদের চরম বিপর্যয়। ফলে চলছে জামায়াতের মান ভাঙানোর পালা। কিন্তু যা হয়নি প্রথম রাতে তা কি হবে শেষ রাতে?

ভোটযুদ্ধ মাঠে গড়ানোর আগে প্রধান দুই দলের সাজঘরের আয়োজন দেখে তো মনে হচ্ছে, সবকিছুই লেভেল প্লেয়িং ফিল্ডেই হচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপি -দুই দলই প্রায় অভিন্ন সমস্যা নিয়েই মাঠে নামছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়