শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৯ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার মারে বয়স্ক বাতা(ভাতা) দেয় : আইন উদ্দিন

খায়রুল আলম ও স্মৃতি খানম : ফরিদপুরের রিকশা চালক আইন উদ্দিন। গত একবছর ধরে ঢাকা শহরের রিকাশা চালান। নির্বাচন নিয়ে আইন উদ্দিন বলেন, শেখ হাসিনার দেশেই আমার বাড়ি। ডাকা (ঢাকা) আছি এক বছর। সামনে নির্বাচন আছে জানি। নির্বাচনে ভুট দেমু হাসিনারে।

আইন উদ্দিন বলেন, হাসিনা কাম-কাইজ বালো করছে। বিবিন্ন ভাবে আমাগো সুযোগ-সুবিদা দেয়। এই জন্য হাসিনারে ভুট দেমু। হাসিনা আমাগোরে কম দামে চাইল দিতাছে। বয়স্ক বাতা(ভাতা) দিতাছে। আমার মারে বয়স্ক বাতা দেয়। এগুনা কাজও করতাছে, করবেই। তাছাড়া আমাগো দেশে মোটামুটি যা করছে, মানুষ ওনারে ছাড়া অন্য কেউরে ভুট দেমু না। আর আমাগো ওই সিটে মনে করেন যে, সরকার যে গটন করুক, এমপি মনে করুন যে কেয়ামত কাজী অয়। এহানে অন্য কেউ এমপি অয় নাই এহন পর্যন্ত। আমার বয়সে আমি দেহি নাই। কেয়ামত কাজীর বাপও এমপি আছিলো, এহন ওনিও এমপি। ওনি আওয়ামী লীগের এমপি। এবারও নেমুনেশন পাইছে। ওনিই পাস কইরবে। আমি বোটার হইছি ফরিদপুর। ঢাকা শহরে রিকশা চালাই। আমার গ্রামের বাড়ি রাজবাড়ি জেলায়। আমি ঢাহার পশ্চিম রাজাবাজার থাকলেও ভুটার আইডি কার্ড গ্রামের বাড়িতে করছি। সামনে ভুট অইবো তাই দেশের স্বার্থে ভুট দেওন লাগবো। তাই ভুটের আগেই গ্রামে চলে যাবো। আমি শেখ হাসিনাকে ভুট দেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়