শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৫ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন, ডিসেম্বরের শেষ সপ্তাহে পাঠানো হবে ব্যালট পেপার

হ্যাপি আক্তার : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপার ছাপানো বাদে সব কাজ সম্পন্ন করা হয়েছে। ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনি সামগ্রী গতকাল শনিবার ৩২ জেলায় পাঠানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। আজ (৯ ডিসেম্বর পাঠানো শুরু হবে বাকি জেলায়। আর ডিসেম্বরের শেষ সপ্তাহে পাঠানো হবে ব্যালট পেপার। সূত্র : সময় টেলিভিশন

নির্বাচন কমিশন ভবন থেকে স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিলসহ বিভিন্ন সরঞ্জাম পাঠানো হচ্ছে। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, নির্দেশিকা, ফরম ও প্যাকেট গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা হবে।

ব্যালট পেপার বাদে অন্য সব নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছে কমিশন। অনেকগুলো জেলায় ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। তবে সবার শেষে যাবে ব্যালট পেপার। ২৭ ডিসেম্বরের মধ্যে ব্যালট বিতরণের সময় বেঁধে দেওয়া হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলের ৩২ জেলায় নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।
রোববার ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ৩২ জেলায় আগামীকাল নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হবে।

ভোটগ্রহণের জন্য যা যা প্রয়োজন সব কিছুই প্রস্তুত। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরের দিন ব্যালট পেপার ছাপানোর জন্য পাঠানো হবে। ব্যালটে সবার নাম পৃথকভাবে উল্লেখ থাকবে, তাই এগুলো ছাপতে একটু সময় লাগবে। তবে ভোটগ্রহণের সাতদিন আগে থেকে সেগুলো নির্বাচনী এলাকায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তা।

জানা গেছে, পর্যাপ্ত পরিমাণে স্বচ্ছ ব্যালট বাক্স রয়েছে। তাই নতুন করে এবার আর ব্যালট বাক্স কেনার প্রয়োজন নেই। কোনো এলাকায় প্রয়োজন হলে যে এলাকায় বেশি আছে সেখান থেকে সমন্বয় করা হবে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়