শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৩:২২ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফডিসিতে মঞ্জুরের জানাজা সম্পন্ন, আগামীকাল দাফন

আবু সুফিয়ান রতন : প্রবীণ অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মঞ্জুর হোসেন গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানীতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিনের কর্মস্থান বিএফডিসিতে আজ বাদজোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল জুরাইনে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী।

প্রয়াত মঞ্জুর হোসেনের জানাজার নামাজে চিত্রনায়ক আলমগীর, মিশা সওদাগর, জায়েদ খান, জয় চৌধুরী, প্রযোজক খোরশেদ আলম খসরু, লিপু, নির্মাতা শাহ আলম কিরন, ছটকু আহমেদ, স্বপন চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকনসহ কার্যনিবাহী পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিমসহ চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।

পরিচালক অপূর্ব রানা জানান, মঞ্জুর হোসেনের মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার দুই ছেলের মধ্যে একজন দেশের বাইরে আছেন। তিনি আজ দেশে ফেরার পর মঞ্জুর হোসেনের মরদেহ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঞ্জুর হোসেন ‘দুটি মন দুটি আশা’, ‘সমাপ্তি’ সিনেমা দুটি প্রযোজনা ও পরিচালনা করেন। এছাড়া অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘রাজধানীর বুকে’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এরপর তিনি ‘হারানো দিন’, ‘ধারাপাত’, ‘সাত রং’, ‘তালাশ’, ‘শীত বিকেল’, ‘বন্ধন’, ‘মিলন’, ‘কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘কাঞ্চনমালা’, ‘ছোট সাহেব’, ‘রূপবান’, ‘নোলক’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়