শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৩:১৬ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রথমবারের মতো সেলিব্রেটি গ্যালারী, আপ্লুত মৃণাল হক

স্বপ্না চক্রবর্তী : মোজাইক পেইন্টিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ শুরু করলেও একসময় নিজেই জনপ্রিয় হয়ে উঠেন ভাস্কর্যশিল্পী হিসেবে। নানা প্রতিবন্ধকতা স্বত্তে¡ও দেশের বিভিন্ন জায়গায় স্থাপিত হয় মৃণাল হকের ভাস্কর্য। এরই ধারাবাহিকতায় এর দেশেই বিদেশের আমেজ নিয়ে আসতে স্থাপন করেছেন সেলিব্রেটি গ্যালারী। শুধুমাত্র ব্যাক্তি উদ্যোগে এরকম একটি কাজ করতে পেরে আবেগে আপ্লুত এই শিল্পি।

শনিবার ভাস্কর্য শিল্পী এবং সেলিব্রেটি গ্যালারীর প্রতিষ্ঠাতা শিল্পী মৃনাল হক বলেন, আমি আমার ভাস্কর্যের মধ্য দিয়ে আমার দেশ, সংস্কৃতিকে তুলে ধরেছি। সবাইকে বুঝাতে চেষ্টা করছি এগুলো ভাস্কর্য, মূর্তি নয়। আমাদের দেশের মানুষ বাইরে গিয়ে তারকাদের ভাস্কর্য জাদুঘরে ছবি তোলে, সময় কাটায়। আমি সেইরকম একটা কাজ এই দেশেই করতে চেয়েছি। তবে আমি এটাকে জাদুঘর নয়, গ্যালারি হিসেবে নামকরণ করেছি।

তিনি বলেন, ‘সেলিব্রেটি গ্যালারি’ শিরোনামে এই গ্যালারিতে পৃথিবীর নানা অঙ্গনের বিখ্যাত সব ব্যক্তিত্বের প্রতিকৃতি ভাস্কর্য রয়েছে এখানে। শুরুতে গ্যালারির নিচ তলায় ৩২ জন ব্যক্তিত্বের প্রতিকৃতি ভাস্কর্য নিয়ে পথচলা শুরু করলেও দু’তলায় আরও ৪০টি ভাস্কর্য স্থাপনের কাজ চলছে। প্রথম দিনেই দর্শনার্থীদের যে সাড়া পেয়েছি তাতে আমি অভিভুত। আশা করছি আমার অন্যান্য শিল্পকর্মের মতোই ‘সেলিব্রেটি গ্যালারী’ দেশের মানুষের কাছে সমান জনপ্রিয়তা অর্জন করবে। তবে এখানে যে ভাস্কর্যগুলো স্থান পেয়েছে সবগুলো মোমের নয়। ফাইবার গøাসেরও রয়েছে।

গ্যালারী ঘুরে দেখা যায়, কাব্যচর্চায়মগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে, কারারুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাদা পোশাকে মানবতার দূত মাদার তেরেসা, রাইফেল কাঁধে বিপ্লবী চে গুয়েভারা, রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। একই সাথে গ্যালারিতে স্থান পেয়েছে বিশ্ব সেলিব্রেটিরা। রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গানের মঞ্চে পপ কিং মাইকেল জ্যাকসন, ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম, খ্যাতিমান অভিনেতা চার্লি চ্যাপলিন, মি বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, বলিউড তারকা শাহরুখ খানসহ ৩২ জন বিখ্যাত ব্যক্তিত্ব।

রাজধানীর গুলশান ১ এর ২নম্বর রোডে প্রায় বারো কাঠার উপর নির্মিত একটি বাড়িতে যাত্রা শুরু করে ‘সেলিব্রেটি গ্যালারি’। শনিবার দুপুর ১২টা থেকে এ গ্যালারি উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এমন বড় একটি কাজে আর্থিক সহযোগিতার প্রসঙ্গ টানলে মৃণাল হক বলেন, প্রায় ৯০ ভাগ কাজই আমার ব্যক্তিগত খরচে করেছি। ব্যক্তিগত পর্যায়ে কিছু সহযোগিতা করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তবে আমি আশা করি, গ্যালারিটি দেখার পর আরও অনেকেই এর ব্যাপ্তি ছড়িয়ে দিতে সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন। সর্বসাধারণের প্রবেশে কেনো টিকিট সংগ্রহ করতে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে এখনও কেনো সিদ্ধান্ত হয়নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়