শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০২:০৫ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাহফুজ নান্টু : রাত দশটা। অগ্রাহায়ণ মাসের শেষ প্রায়। তারপর শুরু হবে পৌষ ও মাঘ মাস মানে শীতকাল। তবে পৌষ-মাঘের আগেই চারদিকে জেকে বসেছে শীত। ইট পাথরের নগরীতে শীতের প্রকোপ তেমন না থাকলেও শহরতলী থেকে প্রত্যন্ত গ্রামে বেশ শীত অনুভূত হচ্ছে। নিম্ন আয়ের মানুষগুলোর গরম কাপড় না থাকায় পরিবার পরিজন নিয়ে এমন হাড় কাপানো শীতে দূর্বিষহ রাতগুলো পার করছেন। গ্রামগুলোতে কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় তোপে এখন সন্ধ্যার আগেই সন্ধ্যা হয়ে যায়। রাত দশটায় মনে হয় গভীর রাত। শেষ বিকেল থেকে উত্তরের হিমেল হাওয়া বইতে থাকে। আর সন্ধ্যার পর থেকে শীতের আক্রমন শুরু। চলে সূর্যদোয় পযন্ত।

এমন হাড় কাপানো শীতের প্রকোপে অসহায় নিম্ন আয়ের মানুষজন। গাছের শুকনো পাতা খড়কুটোয় আগুন জালিয়ে উষ্ণতা নেয়। শীত নিবারনের জন্য ভালো গরম কাপড় কেনার সামর্থ্য যে তাদের নেই । শুক্রবার রাতে সে সব শীতার্ত মানুষগুলোর মাঝে ছিলো উৎসবের আমেজ। কারন জেলার প্রধান কর্তাব্যক্তিটি সহকর্মীদের সাথে গাড়ীভর্তি গরম কাপড় নিয়ে হাজির হন ওইসব শীতার্তদের মাঝে। শুধু গরম নিয়ে হাজির হয়েই দায়িত্ব শেষ নয়, পরম মমতায় শীতার্তদের গায়ে জড়িয়ে দিয়েছেন গরম কাপড়। মানবিক উষ্ণতায় মুহুর্তেই পালিয়ে গেলো হাড় কাপানো শীত। ভালোলাগা আর ভালোবাসা ছেয়ে গেল চারপাশ।

ত্রান ও দূযোর্গ মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতা আর কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে একে একে ৭’শ টি কম্বল বিতরণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো:আজিজুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো:আবদুল্লাহ্ আল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক আছাদুজ্জামান,নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন,রবিউল আওয়াল ও কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবু ছালাম মিয়াসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলার সদর দক্ষিন উপজেলার রাজাপাড়া আশ্রয়ণ প্রকল্প থেকে শুরু হওয়া শীতবস্ত্র বিতরণ ঢুলিপাড়া হয়ে আদর্শ সদর উপজেলার রেলওয়ে ষ্টেশন ও গোমতি বেড়িবাঁধে আশ্রয় নেয়া শীতার্তদের মাঝে এসে শেষ হয়।

শীতবস্ত্র বিতরণকালে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল মামুন বলেন, জনহিতকর কাজে স¤পৃক্ত থাকার মাঝে এক ঐশ্ব্যরিক প্রশান্তি রয়েছে। এমন প্রশান্তি শুধু অনুভব করা যায়। কুমিল্লা জেলা পুলিশ বা টিম কুমিল্লা সব সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনহিতকর কাজে স¤পৃক্ত থাকতে বদ্ধ পরিকর।

শীতার্তদেও মাঝে শীতবস্ত্র বিতরণকালে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জানান, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এটা শুধু দায়িত্ব কর্তব্যই নয়।এখানে মানবিক দায়বদ্ধতা রয়েছে। আর এমন কাজে শুধমাত্র সরকারী সহযোগিতা নয়, সমাজের বিত্তবানদের মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্তদের জন্য শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসার জন্য আন্তরিকভাবে আহবান জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়