শিরোনাম
◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে আগাম আলুতে লাভের মুখ দেখছে কৃষক

মো. রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে আগাম আলু উত্তোলন। আগাম জাতের আলুতে ফলন ও দাম দুটোই পেয়ে লাভের মুখ দেখছে কৃষক।

উপজেলার পলি এলাকা বলে পরিচিত শিবনগর, খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়ন গিয়ে দেখা যায়, পুরোদমে শুরু হয়েছে আগাম (হলেন্ডার, রোমানা) জাতের আলু উত্তোলন। এই আলু বাজারে নতুন আলু হিসেবে চাহিদা ও দাম দুটোই বেশি ।

এদিকে অন্যান্য জাতের ন্যায় আগাম জাতের আলুতেও ফলন বেশি হয়েছে। ফলন ও দাম দুটোই পেয়ে হাসি ফুটছে কৃষকের মুখে।

উপজেলার রাজারামপুর গ্রামের আলু চাষী ফারুক হোসেন বলেন, রোমানা জাতের আলু একর প্রতি ৫০ থেকে ৫৫ মণ করে ফলন হয়েছে, যদিও কৃষি কর্মকর্তা বলছেন, একর প্রতি আলুর উৎপাদন ৮৫ থেকে ৮৮মণ। আলু চাষিরা বলছেন, আগাম জাতের আলু পাইকারী বাজারে ৪০০ টাকা মণদরে বিক্রি হচ্ছে।

একই কথা বলেন, একই এলাকার আলু চাষী নজরুল ইসলাম, বাতাশু মণ্ডল ও আবু বক্কর। আলু চাষী ফরুক হোসেন বলেন তিনি এই বছর ৫ একর জমিতে আগাম জাতের আলু চাষ করেছে, এখন আলু উত্তোলন করে ওই জমিতে ভুট্টা চাষ করবে।

উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ বলেন, এই বছর এই উপজেলায় ২১৫ হেক্টর বা ৪৯৭৭ একর জমিতে আলু চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, যারা আগাম জাতের আলু রোপণ করেনি, তারাও এখন আলু রোপণ করছেন, প্রতিটি আলু ক্ষেতে আলু উত্তোলনের পর ভুট্টা চাষ হবে।

কৃষি কর্মকর্তা আরো বলেন, যে কৃষক এখন পর্যন্ত আলু উত্তোলন করেনি, তারা আলু ক্ষেতেই সারিবদ্ধভাবে ভুট্টার বীজও রোপণ করছে, সাথী ফসল হিসেবে আলু ও ভুট্টা একই সাথে বড় হবে। কৃষি কর্মকর্তা বলেন, আলুর পর ভুট্টা, ভুট্টা তুলেই আবার আউশ ধান চাস করা হবে, আউশ ধান উঠার পর আবার ওই জমিতে আগাম জাতের আমন ধান রোপণ করতে পারবে কৃষক, এতে করে একই জমিতে বছরে চারটি করে ফসল উৎপাদন করছে কৃষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়