শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৫ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গজারিয়ায় অালু চাষে কৃষকের ব্যস্ত সময়

নেয়ামুল হক নয়ন, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগন্জেরর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার কৃষক অালু উৎপাদনের জন্য জমি তৈরি,গাছ পরিচর্যা, পানি সেচ ব্যস্ত সময় পার করছে। সরেজমিনে টেংগার চর, ইমাম পুর, করিমখা, মাথাভাংগা, বৈদ্যারগাও,মিরেরগাও, ভবেরচর, লক্ষীপুর,হোগলাকান্দী,ষোলঅানী,কালীপুরা, দৌলতপুর, এলাকার অালু চাষীরা অালু বীজ রোপনের অনুকূল পরিবেশ পাওয়ায় কৃষকরা খুব খুশি।

উপজেলার বিভিন্ন এলাকায় যে দিকে চোখ যায় শুধ অালু ক্ষেত অার অালু ক্ষেত চোখে পড়ে।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক অাহম্মেদ নুর জানান, এ বৎসর গজারিয়া উপজেলায় লক্ষ্য মাএা প্রায় ২৪০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ডায়মন্ড,পেট্রনিক. কার্ডিনাল,মোলট্রা,গ্রেনেলা,এট্রেরিক্,কেরেজ,এলগা জাতের বীজ ১৭০০ হেক্টর জমিতে কৃষকরা রোপন করেছে। পরিবেশ অনুকূলে থাকিলে প্রতি হেক্টরে প্রায় জাত ওয়ারিতে ৩০ মেট্রিক টন অালু উৎপাদন অাশা করা যায়। এ বৎসর ১৭০০ / ২৪০০হেক্টর জমিতে ৫১০০০মেট্রিকটন/৭২০০০মেট্রিকটন অালু উৎপাদন অাশা করি । নিচু জমিগুলোতে রোপনের প্রক্রিয়া চলছে। উপজেলার প্রায় ১১৫০ জন কৃষকদের বিনামূল্য ২০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমো সার বিতরণ করা হয়েছে।

কৃষকদের ধারণা প্রাকৃতিক কোন ক্ষতি না হলে পৃর্বের ক্ষতি কাটিয়ে ঘুরে দাড়াবেন তারা। এবং সরকার প্রতি মৌসমে যেন এই অালু ফসলটির ন্যায্য মুল্যের প্রতি খেয়াল রাখলে কৃষক অাগ্রহ হারাবেনা। সার বীজ
শ্রমিকের মুল্য বেশি হওয়ায় উৎপাদিত রবি ফসলটির মূল্য কম হওয়ায় অনেক কৃষক অন্য ফসলের প্রতি ঝুঁকে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়