Skip to main content

বরিশাল মুক্ত দিবসে র‌্যালি

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় রক্তক্ষয়ী যুদ্ধের পর ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে ওইদিন পাকা হানাদার বাহিনী বরিশাল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বরিশাল মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডের উদ্যোগে শনিবার ব্যাপক কর্মসূচী পালন করা হয়েছে। বেলা ১১টায় কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুবউদ্দিন প্রমুখ। পরে কমান্ড কার্যালয়ের সম্মুখ থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়।