শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারো গমের উৎপাদন কম হবে

রাশিদ রিয়াজ : ফাঙ্গাস রোগের কারণে গমের উৎপাদন কম হবে বলে চাষীদের মধে এ ফসল উৎপাদনে আগ্রহ কমে যাচ্ছে। এর প্রভাব পড়েছে সার্বিক উৎপাদনে। খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় বাজারে গমের মূল্য কম থাকায় চাষীরা এ ফসল উৎপাদনবিমুখ হয়ে পড়েছে। গমের ঘাটতি মেটাতে আমদানির জন্যে ধর্ণা দিতে হতে পারে। গত অর্থবছরে গমের উৎপাদন ১২ শতাংশ হ্রাস পায় পরিমানে ছিল ১.১৫ মিলিয়ন টন। বিবিএস’এর পরিসংখ্যান বলছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে দেশে সর্বোচ্চ গত উৎপাদন হয়েছিল ১.৮০২ মিলিয়ন টন। ফিনান্সিয়াল এক্সপ্রেস

কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এবছর শূণ্য দশমিক ৪ মিলিয়ন হেক্টরে গম চাষ হয়েছে। গত বছর এর পরিমান ছিল শূন্য দশমিক ৫ হেক্টর। গম উৎপাদনের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি ধরা হলেও গত বৃহস্পতিবার পর্যন্ত তা ১৮ শতাংশ অতিক্রম করেছে। কৃষকরা বলছেন, বাজারে গমের মূল্য মণপ্রতি সাড়ে ৫’শ থেকে ৬’শ হলেও উৎপাদন খরচ পড়ে যায় ৭’শ টাকা। আমদানিকৃত গম আরো সস্তা হওয়ায় কৃষকরা এ ফসল উৎপাদনে মার খাচ্ছে। ২০১৫ সালে দেশের ৮০ ভাগ জমির গম ফাঙ্গাসে বিনষ্ট হয়ে পড়ে। দেশে গমের চাহিদা রয়েছে ৭০ লাখ টন। প্রতিবছর গমের চাহিদা বাড়ছে ৫ থেকে ৬ শতাংশ হারে। গত অর্থবছরে ৬১ লাখ টন গম আমদানিতে ব্যয় হয় ১.৬ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম চারমাসে গত আমদানি হয়েছে ২৩ লাখ টন। গত বছর একই সময়ে এ আমদানির পরিমান ছিল ২.০৫ মিলিয়ন টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়