শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় সূতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

আমিনুল ইসলাম, আশুয়িলা : আশুলিয়ায় একটি সূতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শুক্রবার দিবাগত রাত ১১টায় আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার ডায়মন্ড থ্রেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সূতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

শ্রমিকরা জানান, রাতের শিফটে কাজ করার মূহুর্তে হঠাৎ একটি মেশিনে আগুন দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন পুরো ফ্লোরে থাকা তুলায় ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন। আগুনের তীব্রতা বেশি থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ ৪ ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার কবিরুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ও ডিইপিজেড ফায়ারসার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাবেন বলে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়