শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে ঐক্যফ্রন্ট প্রার্থী হাজী মুজিবের মতবিনিময়

সোহেল রানা, মৌলভীবাজার ও সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ : সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

শনিবার (০৮ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাড়িতে এ মতবিনিময় করেন। এতে কমলগঞ্জের কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বলেন,নির্বাচনের প্রতীক বরাদ্ধ বা প্রচারনা এখনো শুরু হয়নি। এর আগেই কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে পুলিশ প্রশাসন ও সরকার দলের সমর্থিত জনপ্রতিনিধিরা নানা হুমকি দিচ্ছে। এতে নির্বাচনী প্রচারণা নিয়ে তিনি শংকিত।

এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে বিএনপি নেতা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রচারণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ বিষয়টি তিনি মৌলভীবাজার জেলা নির্বাচন কমিশনার বরাবরে উক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজকালের মধ্যে লিখিত অভিযোগ দিবেন।

তিনি গনমাধ্যমের মাধ্যমে নির্বাচন কমিশন ও প্রশাসনের উদেশ্যে বলেন, একাদশ সংসদ নির্বাচনে আগে যাতে বিএনপির কোন নেতাকর্মীকে গায়েবী মামলা দিয়ে পুলিশি হয়রানি না করা হয়। বিএনপির নেতাকর্মী যাতে নির্বাচনী আচরণ মেনে নির্বিঘ্নে সভা-সমাবেশ ও প্রচার প্রচারণা করতে পারেন সে ব্যবস্থা করার দাবি জানান।

মতবিনিময় সভায় কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দুরুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন,পৌর যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা জিসাস সভাপতি হুমায়ুন কবিরসহ বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়