শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৪ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল খবর দ্রুত সংশোধনে মিডিয়ার দায়িত্বশীল হওয়া উচিত : নাঈমুল ইসলাম খান

মারুফুল আলম : ‘দৈনিক আমাদের নতুন সময়’-এর সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেছেন, শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর একটি আবশ্যিক দায়িত্ব হওয়া দরকার তাদের একিউরিসির ব্যাপারে। প্রত্রিকায় প্রকাশিত ভুল রিপোর্ট সংশোধন করার জন্য আমাদের মিডিয়া প্রতিষ্ঠানগুলোর একটি মিলিত প্রচেষ্টা থাকা উচিত যে, আমরা যেনো এগুলো দ্রুত সংশোধন করি। শনিবার ‘সময় টিভি’র টকশোতে ‘দাবিপূরণ ছাড়া বিএনপির ভোটে আসা ছিল অপ্রত্যাশিত- হাউস অব কমন্স এর প্রতিবদেন’ শীর্ষক প্রথম আলোর ভুল খবর প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর ভুল রিপোর্ট অনাকাঙ্ক্ষিত। কারণ তাদের রিপোর্ট অনুসরণ করে আরো দশ জায়গায় প্রচার হয়। মূল জায়গায় পরবর্তীতে আংশিক সংশোধন করা হলেও অন্য ওয়েবসাইটে পুরোপুরি ভেলিড থেকে যায়। এটা আমাদের সাংবাদিকতার ক্রেডিবিলিটির জন্য, মর্যাদার জন্য হুমকি এবং দায়িত্বশীলতার দিক থেকে গুরুতর অপরাধ।

তিনি আরো বলেন, হাউজ অব কমন্স নানারকম বিষয়ে রিচার্স করে। তাদের মেম্বারদেরকে ইনপুট হিসেবে বহুরকম ইনফরমেশন তারা প্রভাইড করে। প্রথম আলোতে যা এসেছে ওটা কিন্তু হাউস অব কমন্স’এর কোনো অফিসিয়াল ডকুমেন্ট বা তাদের মতামত ছিলো না। প্রথম আলো এমনভাবে রিপোর্ট দিয়েছিলো যেনো হাউজ অব কমন্স একটি সিদ্ধান্ত নিয়েছিলো।

নাঈমুল ইসলাম খান বলেন, শীর্ষস্থানীয় পত্রিকাগুলো ভুল করলে সহজে স্বীকারও করতে চায় না। ভুল স্বীকারের পরিবর্তে তারা একটি ব্যাখ্যা দেয়। ভুল স্বীকারের পরিবর্তে ব্যাখ্যা দেয়ার মানে এটা বোঝানো যে, আসলে আমরা ওটা মিন করিনি। এমনটা হওয়া উচিত না, বরং দ্রুত সংশোধনে দায়িত্বশীল হওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়