শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিবীয় শক্তি নিয়ে সতর্ক মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এবারের পালা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের। উইন্ডিজদের বিপক্ষে স্বাগতিকদের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বেশ সতর্ক অবস্থানে আছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মূলত ক্যারিবিয়ান শক্তির কথা মাথায় রেখেই সতর্ক হচ্ছেন ক্যাপ্টেন ম্যাশ।

পারফর্মেন্সের দিক থেকে বাংলাদেশের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও মাশরাফির বিশ্বাস যেকোনো সময়ে ম্যাচ ঘুরিয়ে দেয়ার মতো ক্রিকেটার আছে ক্যারিবীয় দলটিতে। বিশেষ করে উইন্ডিজ দলের অনেক ক্রিকেটারই শক্তিমত্তা তথা পেশি শক্তির দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশের থেকে। যার প্রমাণ টেস্টেই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।

এই তালিকায় আছেন মারলন স্যামুয়েলস, কার্লোস ব্র্যাথওয়েট, শাই হোপ এবং শিমরন হেটমায়ারের মতো ব্যাটসম্যানেরা। যদিও বাংলাদেশের টপ এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ভালো পারফর্মেন্স করছেন। তারপরেও আতঙ্ক ছড়াতে পারে পেশি শক্তির দিক থেকে এগিয়ে থাকা উইন্ডিজ দলের হার্ড-হিটার ব্যাটসম্যানরা। মূলত এই বিষয়টিই ভাবাচ্ছে নড়াইল এক্সপ্রেসকে।

ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি তাই বলেছেন, ‘ওদের (উইন্ডিজদের) মাসল পাওয়ার আছে, যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’

এর আগে উইন্ডিজদের পেশি শক্তির নমুনা ২০১৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপেই দেখেছে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের ফাইনালে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বেন স্টোকসের ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের তান্ডবে বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। রোববার বাংলাদেশের বিপক্ষে মিরপুরেও সেই তান্ডব দেখাতে পারেন ক্যারিবিয়ানরা, তাই সতর্ক অবস্থানেই আছেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়