Skip to main content

নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন

অনলাইন ডেস্ক : নড়াইল-১ আসনে কর্নেল সাজ্জাদের পরিবর্তে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। শনিবার নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর পাঠানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য গণপ্রতিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৬(২) অনুচ্ছেদের বিধানমতে নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়ন প্রদানপূর্বক ধানের শীষ বরাদ্দ করা হলো। বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।